পার্থে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে দেখা যায়নি রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজাকে। তার বদলে সুযোগ দেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে তাঁদের খেলতে দেখা যাবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের মধ্যে একজনকেও প্রথম একাদশে সুযোগ না দেওয়ার ব্যাপারটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। লাইভ টিভিতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। বিষয়টি নিয়ে বেশ অবাক অজি ক্রিকেটার নাথান লিয়নও। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ♓বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
এদিন গম্ভীর-রোহিতকে উইনিং কম্বিনেশন বদলানোর খোঁচা দিয়ে লিয়ন বলেন, ‘আমি অবাকের থেকেও বেশি কিছু হয়েছিলাম। কিন্তু এটাই ভারতীয় ক্রিকেটের মান, এটাই তাদের দলের পরিচয়। অশ্বিন ৫৩০টি উইকেট নিয়েছেন, রবীন্দ্র জাদেজা ৩০০ উইকেট নিয়ে🃏ছেন। এটা দেখে ভালো লাগে যে এরকম ক্রিকেটাররা তাদের বেঞ্চে রয়েছে, এটা তাদের দলের মান বাড়ায়। কিন্তু তারা কাদের খেলাবে 🅷না খেলাবে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না। তবে তারা যাকেই খেলাক না কেন এটা একটা ভালো চ্যালেঞ্জ হবে।’
অশ্বিন এবং জাদেজা দু’জনই ভারতের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বর্তমানে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ১ নম্বরে রয়েছে অশ্বিনের নাম। তিনি মোট ৫৩৬টি উইকেট নিয়েছেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন নাথান লিয়ন। তিনি মোট ৫৩২টি উইকেট নিয়েছেন। জাদেজার পরিসংখ্যানও যথেষ্ট চোখে পড়ার মতো।তিনিও ভারতের হয়ে ৩০৩টি উইকেট নিয়েছেন। কিন্তু নাথান লিয়ন যখন অস্ট্রেলিয়ার হয়ে নিয়মিত সুযোগ পাচ্ছেন- সেটা ঘরে হোক কিংবা বাইরে -সেখানে SENA নেশনের বিরুদ্ধে খেলা হলে অশ্ব𒁏িন অতো গুরুত্ব পান না। গত ম্যাচে দলে একমাত্র স্পিনার হিসেবে সুযোগ পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। তিনি বল হাতে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন।
অ্যাডিলেড টেস্টে নামার আগে ভারত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। সেখানেও খেলার সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। তাই মনে করা হচ্ছে হয়তো দ্বিতীয় টেস্টের প্রথম একাদশেও স্পিনার হিসেবে খেলতে দেখা যাবে ওয়াশিংটনকে। তাঁকে তাঁর সম্প্রতি ফর্ম বিচার করেই দলে নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছিল। তবে আলাদা করে কোনও ক্রিকেটারকে নিয়ে বেশি ভাবছে না অজি শিবির, স🎃েই কথা সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করেছিলেন নাথান লিয়ন। তিনি জানিয়েছিলেন, ভারতীয় শিবিরের প্রত্যেক খেলোয়াড় খুবই প্রতিভাবান, তাই সবার বির⛄ুদ্ধেই লড়াইটা কঠিন হবে।