থাইরয়েড নিয়ে সতর্ক থাকার কথা বিভিন্ন সময়ই জানিয়ে থাকেন ডাক্তাররা। শিশুদের ক্ষেত্রেও দেখা যায় এই রোগটি। যদি দেখেন শিশু ভীষণভাবে ঘুমিয়ে পড়ছে, আর একদম খেতে চাইছে না , তাহলে সতর্ক হতে থাকুন। হাইপোথািরয়েডের সমস্যা থাকলে শিশু সব সময়ই ঘুমের ঘোরে থাকবে। খুব ঘামবে, গরম লেগে যাবে। ঘুম নিয়ে হবে সমস্যা।