এ বছর সর্ব পিতৃ অমাবস্যায় সূর্যগ্রহণ হচ্ছে। এটি শুরু হব🎐ে ২ অক্টোবরে, গ্রহণ চলবে ৩ অক্টোবরের প্রথম দিকে পর্যন্ত। তাই নবরাত্রিতে গ্রহণ দান করা হবে। তবে ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২ অক্টোবর রাত ৯ টা বেজে ১৩ মিনিটে এবং শেষ হবে ৩ অক্টোবর রাত ৩ টে বেজে ১৭ মিনিটে। আর্জেন্টিনা, আমেরিকা, ব্রাজিল, মেক্সিকো, নিউজ𒐪িল্যান্ড, পেরুসহ অনেক দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে।
তবে সূর্যগ্রহণের সময় ভারতে রাত থাকবে, তাই এখানে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাই আমাদের দেশে গ্রহণের 🌌ধর্মীয় গুরুত্বও থাকছে না। এই গ্রহণের কোনও সূতক সময়ও থাকবে না। তবে জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে গ্রহণ রাশিচক্রের উপর প্রভাব ফেলবে। যে কোনও গ্রহনের পর দান করার রীতি রয়েছে। সূর্যগ্রহণের পরে দান করা শুভ বলে মনে করা হয়।
আরও পড়ুন: ৩০ বছর পর শশ মহাপুরুষ রাজয♏োগ! বড়বাবার কৃপায় দীপাবলিতেই এই ৩ রাশি হব💙ে মালামাল! উপচে পড়বে ধন-সম্পদ
সূর্যগ্রহণের পর, অনেকে তীর্থস্থানে স্নান করেন এবং দান করেন। জেনে নিন সূর্যগ্রহণের পর সকালে শারদীয়া নবরাত্রির প্রতিপদে আপনি কী কী জিনিস দান করতে পারেন।
গ্রহণ শেষ হওয়ার পর যে কোনও তীর্থস্থানে বা বাড়িতে রাখা তীর্থস্থানের জল মিশিয়ে স্নান করতে হবে।🔴 এই দিনে কোনও দরিদ্র মানুষকে ছোলা, গম, গুড়, ডাল ইত্যাদি দান করলে শুভ ফল পেতে পারেন।
প্রসঙ্গত, গ্রহণে সাদা জিনিস দান করা হয়। এর পাশাপাশি রাহু কেতু সংক্🔥রান্ত দানও করতে হবে। এতে আপনি জুতা দ🌞ান করতে পারেন। কলা, দুধ, ফল ও ডাল দান করাও ভালো এই দিন। গ্রহণের পর উচিৎ শুধুমাত্র সেই জিনিসগুলোই দান করা যা তাদের ঊর্ধ্বগতি ও রাশি অনুযায়ী দান করা যায়।
দাবিত্যাগ: এই নিবন্ধে দেওয়া কোনও তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হচ্ছে🐻 না। এই তথ্যগুলি জ্যোতিষী, পঞ্জিকা, বিশ্বাস বা ধর্মীয় শাস্ত্রের মতো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য প্রদান করা। এর জন্য হিন্দুস্থꦛান টাইমস বাংলা কোনও ভাবেই দায়বদ্ধ নয়। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।