Venus transit in Capricorn: ২ ডিসেম্বর, সুখ ও সমৃদ্ধির দাতা শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করেছে। আসুন জেনে নেওয়া যাক এই সময় শুক্র কোন রাশিতে পাড়ি দিয়েছে। এর সঙ্গে, সেই তিনটি রাশি সম্পর্কেও জেনে নিন, যাদের উপর শুক্রের এই স্থানান্তর শুভ প্রভাব ফেলবে।