চৈত্র সংক্রান্তির দিন পালিত হয় চড়ক পুজো। চৈত্র মাসের শেষ দিনে শুরু হয়ে বৈশাখের প্রথম দু’-তিন দিন এই চড়ক উৎসব চলে। একে শিবঠাকুরের🌳 গাজন উৎসবের অন্যতম অঙ্গ হিসাবে ধরা হয়। এ দিন বিভিন্ন স্থানে মেলা বসে এবং তা চলে কয়েক দিন ধরে🌄।
এই পুজোর ইতিহাস কী?
ব্রহ্মবৈবর্তপূরাণে চৈত্র মা♛সে শিব ঠাকুরের আরাধনা, নাচ-গানের বিষয়ে উল্লেখ রয়েছে। বলা হয়, দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে শিবের একনিষ্ঠ উপাসক বাণরাজার যুদ্ধ হয়। সেই যুদ্ধে মহাদেবের থেকে অমরত্ব লাভ করার জন্য বাণরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচগানও করেন। তখন থেকেই এই পুজোর শুরু।
বর্তমান সময়ে ১৪৮৫ সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম এই পুজোর প্রচলন করেন বলে মনে করেন অনেক👍ে। সেই থেকে শৈব সম্প্রদায়ের মানুষ এই উৎসব পালন করছেন।
এই পুজোর প্রথা:
এই পুজোর কিছু বিশেষ প্রথা রয়েছে, যা আজও নিষ্ঠার সঙ্꧃গে পালন করা হয়। যেমন, জ্বলন্ত কয়লার ওপর দিয়ে হাঁটা, ছুরি এবং কাঁটার ওপর লাফানো, কুমিরের পুজো, শিবঠাকুরের বিয়ে, আগুনের উপর নাচ, শরীর বাণবিদ্ধ 🔜করে চড়কগাছে দোলা ইত্যাদি।
এই পুজোর ক্ষেত্র🌱ে সবচেয়ে 𝄹উল্লেখযোগ্য বিষয়টি হল দৈহিক যন্ত্রণা। একে এই পুজোর এক বিশেষ অঙ্গ বলে মনে করা হয়।
বলা হয়, প্রাচীন কৌম সমাজে প্রচলিত নܫরবল♔ির সঙ্গে সম্পর্ক যুক্ত রয়েছে এই পুজোর রীতি-নীতি।
সর্বোপরি এই পুজোর মূলে রয়েছে ভূত-প্রেত এবং পূনর্জন্মের গাঁথা। এই পুজোর অঙ্গ হিসাবে ভক্ত, সন্ন্যাসী এবং সাধুসন্ত🦩রা হুড়কো 🧸দিয়ে নিজেদের চাকার সঙ্গে বেঁধে দ্রুত বেগে ঘুরতে থাকেন।
আবার লোহার শলাকা তাঁদের পায়ে ,হাতে, গায়ে, পিঠে, এমনকী জিহ্বাতেও প্রবেশ করানো🌸 হয়।
তবে ব্রিটিশ সরকার আইন 🌃প্রণয়ণ করে এই নিয়ম-নীতি বন্ধ করেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ দিয়েছিল। কিন্তু আজও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইসব নিয়ম-নীতি প্রচলিত রয়েছে।