বছরখানেক আগে শিক্ষক নিয়োগে দুর্নীতিকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য। তারইমধ্যে 🐼মুর্শিদাবﷺাদের সুতির গোঠা এ রহমান হাইস্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছিল। সেই অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক এবং তাঁর ছেলে তথা ভুয়ো শিক্ষককে গ্রেফতার হয়েছিলেন। তা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার ওই স্কুলের এক শিক্ষক এবং এক ক্লার্ক ইস্তফা দিয়েছেন। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
আরও পড়ুন: 🎃আদালতের নির্দেশে আরও ৪০ জন জালি শিক্ষকে🦩র তালিকা প্রকাশ করল SSC, সঙ্গে OMR শিট
জানা গিয়েছে, শিক্ষকের নাম আবদুল রাকিব এবং ক্লার্কের নাম আবদুল রাহিদ। আবদুল রাকিব ওই স্কুলের একজন সহকারী শিক্ষক। স্কুল সূত্রে জানা গিয়েছে, তারা দুজনে ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন। এর মধ্যে ওই ক্লার্ক এক বছর ধরে ঠিকমতো স্কুলে আসছি๊লেন না। তারপরে হঠাৎ করে তিনি ইস্তফা দিয়েছেন। তবে ওই শিক্ষক স্কুলে আসতেন। সেক্ষেত্রে তাঁদেরও বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল কিনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়েছে, ওই শিক্ষক সুতির শেরপুরের বাসিন্দা। ২০১১ সাল থেকে তিনি ওই স্কুলে শিক্ষকতা করছেন। ঠিক পরের বছর করণিক পদে যোগ দিয়েছিলেন আবদুল রাহিদ। জেলা স্কুল পরিদর্শক জানিয়েছেন, স্কুলের তরফে জানতে পেরেছেন যে দুজনে ইস্তফা দিয়েছেন। তবে কী কারণে তাঁরা ইস্তফা দিয়েছেন, সে বিষয়ে খোঁজখবর করা হচ্ছে বলে তিনি জানান।