লোকালয়ে বা মাঠে নয়, এবার শিয়ালের হামলার ঘটনা ঘটল একেবারে একটি সরকারি হাসপাতালে। ঘটনায় ঘটনায় রোগী, রোগী পরিজনসহ জখম হয়েছেন ১০ জন। এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুর গ্রামীণ হাস✃পাতালে। এই ঘটনায় শিয়ালের আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও শেষ পর্যন্ত স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে মারেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
আরও পড়ুন: চারমাসের শিশুকে মুখে তুলে পালাচ্ছিল শেয়াল, তাড়া করতেই ভয়ঙ্কর কাণ🍒্ড! আহত ১০
এমনিতꦆেই লোকালয়ে মানুষের উপর শিয়ালের হামলা নতুন কিছু নয়, বিভিন্ন জেলায় অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে একেবারে হাসপাতালে এভাবে শিয়ালের হামলার🦂 ঘটনা এর আগে সেরকমভাবে শোনা যায়নি। জানা যাচ্ছে, এদিন শিয়ালের কামড়ে যারা আহত হয়েছেন তাদের মধ্যে রোগী ছাড়াও রয়েছেন রোগী পরিবারের সদস্য এবং আত্মীয়রা। শিয়াল কামড়ে দেওয়ার পরে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় হয় হাসপাতালের তরফে। বর্তমানে প্রত্যেকে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক আব্দুল রউফ।
কী ঘটেছিল?
জানা যাচ্ছে, সোমবার রাতে এদিন হাসপাতালের ডায়রিয়া বিভাগে ভর্তি ছিলেন এক 🎃ব্যক্তি। সেই সময় রাতের দিকে হাসপাতালের টিউবওয়েল থেকে জল আনতে গিয়েছিলেন তার এক আত্মীয়। তখন জঙ্গল থেকে একটি শিয়াল চলে এসে আচমকা তার ওপর হামলা চালায়। শিয়ালটি ওই মহিলাকে শিয়াল কামড়ে দেয়। এরপরে হাসপাতালে গেটের কাছে কয়েকজন মিলে গল্প করছিলেন।🐎 তাদের উপরেও আক্রমণ চালায় শিয়াল। সেখানে একাধিক ব্যক্তিকে শিয়াল কামড়ে দেয়।
এই ঘটনার পরে বেজায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। তারা লাঠিসোটা ইট নিয়ে শিয়ালকে মারধর করে এবং পিটিয়ে মারে বলে অভিযোগ উঠেছে। পরে ব্লক স্বাস্থ্য আধিকারিকের বাড়ির কাছে শিয়ালকে মেরে তারা পালিয়ে যান। ব্লক স্বাস্থ্য আধিকারিকের কথায়, এদিনের ঘটনার কথা কেউ তাকে জানাননি শিয়ালটিকে মেরে তাঁর কোয়ার্টারের সামনে ফেলে দেওয়া হয়। পরে খবর পেয়ে সেখানে পৌঁছয় স্থানীয় থানার পুলিশ।🌱 তারা দেহটিকে উদ্ধার করে নিয়ে যায়।
প্রসঙ্গত, শিয�✅�়ালের হামলার ঘটনা এই প্রথম নয়, এর আগেও লোকালয়ে শিয়ালের বহু হামলার ঘটনা ঘটেছে। কিছুদিন আগে কল্যাণীর হরিণঘাটা এলাকায় শিয়ালের হানায় জখম হয়েছিলেন ১২ জন। এছাড়া, সেক্ষেত্রেও শিয়ালকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল।