কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে রেড রোডে চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা। সেই ধরনা মঞ্চ থেকেই বড় খবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের কাঁধেই দায়িত্ব তুলে নিয়েছেন। একশো দিনের কাজের বকেয়া টাকার জন্য আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হবেন না বলে জানিয়ে দিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকেই দেওয়া হবে একশো দি🦂নের কাজের টাকা। এই ঘোষণা করার পরই চাপে পড়ে গিয়েছে স্বয়ং কেন্দ্রীয় সরকার। কারণ তাঁদের দায়িত্ব এবার রাজ্য সরকার পালন করতে চলেছে। তাহলে কেন্দ্রীয় সরকারের থাকার যৌক্তিকতা কী? উঠছেജ প্রশ্ন। এই আবহে এবার একটি এসওপি ঠিক করতে জেলা প্রশাসনের উপর দায়িত্ব দিল নবান্ন। সুতরাং টাকা পেতে চলেছেন মানুষজন বলে খবর।
এদিকে ২১ লক্ষ একশো দিনের কাজের সঙ্গে যুক্ত জবকার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার। এমনই ঘোষণা করেন মু্খ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 👍এখন প্রশ্ন হল, কবে মিলবে একশো দিনের টাকা? নবান্ন সূত্রে খবর, আগামী ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবসে একশো দিনের বকেয়া টাকা ছাড়বে রাজ্য সরকার। কারণ এই টাকা পাঠানোর কাজ ত্রুটিহীন ভাবে করতে ‘স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর’ (এসওপি) জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর। এই এসওপি অনুযায়ী, উপভোক্তাদের ব্যাঙ্কভিত্তিক চুড়ান্ত তালিকা তৈরি করার আগে ডোর টু ডোর গিয়ে তথ্য যাচাই করতে হবে। গ্রাম পঞ্চায়েত, বিডিওদের দেওয়া নামের তালিকা ধরে যাচাই করা হবে। কোথাও ‘জল মেশানো’ থাকলে সেটা বাদ দেওয়া হবে। উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও যাচাই করা হবে।
অন্যদিকে যে সব জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে তাঁদের বাড়িতেও যাবে মুখ্যমন্ত্রীর সাক্ষর করা শুভেচ্ছাপত্র। নবান্ন থেকে জেলাশাসকদের কাছে এমনই নির্দেশ গিয়েছে বলে সূত্রের খবর। উপভোক্তার মোবাইল নম্বরেও তথ্য পাঠানোর জন্য ব্যবহার করা হবে। ১৯ ফেব্রুয়ারি তারিখের মধ্যে এই গোটা কাজটি সেরে ফেলতে বলা হয়েছে। তবে আবাস যোজনার টাকা পেয়েও যাঁরা বাড়ির কাজ শেষ করেননি, তাঁদের এই ১০০ দিনের টাকা মিলবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী মৃত জবকার্ড হোল্ডারদের উত্তরসূরি যাঁরা টাকা পাবেন, তাঁদের ক্ষেত্রেও তথ্য যাচাইয়ের কাজে জোর দিতে বলা হয়েছে। ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী বলেছিলেন,ꦰ ‘রাজ্য সরকারের পক্ষ থেকে সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া হবে। ২১ লক্ষ একশো দিনের কাজের সঙ্গে যুক্ত মানুষজনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। যা দু’বছর ধরে কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। ২১ ফেব্রুয়ারির মধ্যে।’
আরও পড়ুন: ‘একশো দিনের বকেয়া টাকা দেবে রꦚাজ্য সরকার’, তারিꦡখ দিয়ে বড় ঘোষণা করলেন মমতা
আরও পড়ুন: ইতিহাসেরও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, মাধ্যমিকের🥃 তৃতীয়াতে বাতিল তিনজনের পরীক্ষা
এছাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিয়ে লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের নামার নির্দেশ পাঠানো হচ্ছে দলের নেতা–মন্ত্রীদের। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। এই দিনটিকেই বেছে নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এটাই দিনটি মেলবন্ধনের, সৌভ্রাতৃত্বের এবং ভালবাসার। তাই বাংলার মানুষকে তিনি যে ভালবাসেন সেটা আরও একবার প্রমাণ কর❀তে চলেছেন। তার উপর সামনে লোকসভা নির্বাচন। তার আগে এই অর্থপ্রাপ্তি কার্যত মাস্টারস্ট্রোক। মানুষের দু’হাত ভরা আশীর্বাদ যে মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন সেটা আর বলার অপেক্ষা রইল না।