সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা! জাতীয় সড়কে উলটে গেল শিলিগুড়িগামী সরকারি ভলভো বাস। ঘটনায় মৃত্যু হয়েছে ২ যাত্রীর। এছাড়াও, জখম হয়েছেন ১৫ থেকে ২০ জন। শনি🍒বার সকালে ঘটনাটি ঘটেছে উত🌳্তর দিনাজপুরের চাকুলিয়া থানার মনোরা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কের উপর। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে তাদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে। এদিনের ঘটনার জেরে জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
আরও পড়ুন: স্কুল ছুটির পর রাস্তা পার হতꦬে গিয়ে খড়দহে ছাত্রীকে পিষে দিল লরি, আহত ২ পড়ুয়া
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল বাসটি। এরপর চাকুলিয়া থানার মনোরা এলাকায় আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। দুর্ঘটনার বিকট শব𓄧্দ পেয়ে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তারাই প্রথমে উদ্ধার♎ কাজে হাত লাগান। বাসের জানলা ভেঙে এবং সামনের কাচ ভেঙে আহত যাত্রীদের বাস থেকে একের পর এক বের করেন স্থানীয়রা। অনেকেই আবার নিজেরাই বেরিয়ে আসেন। এর পাশাপাশি পুলিশকেও খবর দেওয়া হয়। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ। আহতদের হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্যদিকে, বসে থাকা অন্যান্য যাত্রীরাও আহত হয়েছেন তার মধ্যে কারও মাথা ফেটেছে, কেউ হাতে পায়ে বা শরীরের অন্যান্য অংশে চোট পেয়েছেন। এ🅠র মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে জানা গিয়♚েছে, ঘটনাস্থলেই ওই ২ যাত্রীর মৃত্যু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।