সিকিমে তুষারধসে মৃতদের মধ্যে ২ জন ব𒐪াঙাালি। তাঁদের একজনের বাড়ি কলকাতায়। অন্যজনের ঠিকানা এখনও জানা যায়নি। সিকিম সরকার জানিয়েছে, বাকিদে🍌র মধ্যে তিনজন নেপাল ও দু'জন উত্তরপ্রদেশের বাসিন্দা।
মৃত পর্যটকদের꧅ মধ্যে কলকাতার বাসিন্দার নাম প্রীতম মাইতি। অন্য জনের নাম সৌরভ রায়চৌধুরী। তবে বাড়ি কোথায় তা এখনও জান🔴া যায়নি। মঙ্গলবারের তুষার ধসে তেরোজন পর্যটক জখম হয়েছেন। তাঁদের মধ্যে সাত জন বাংলার বাসিন্দা।
শিলিগু𒐪ড়ির পাপাই সরকার ও রঞ্জিতা দাস এই তুষার ধসে জখম হয়েছেন। কলকাতার পর্যটকদের মধ্যে রয়েছেন, পুতুল সিং, রাকেশ সিং, সুমিত দাস, তথাগত রায়চৌধুরী ও শুভ্রজ্যোতি। এরা প্রত্যেকই গ্যাংটকের হাসাপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকালে তাঁদের দেখতে হাসপাতালে যান, সিকিমের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার ছাঙ্গু থেকে নাথু লা যাওয়ার পথে তুষারধসের মধ্যে 🎉পড়ে প্রাণ যায় ৭ পর্যটকের। যুদ্ধাকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালীয় ভারতীয় সেনা। ৮০টি গাড়ি-সহ ৩৫০ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় আহত হন অনেকে।
ঘটনার পর বুধবারও নাথু লা ও ছাঙ্গুর রাস্তা বন্ধ রাখা হয়েছে। ওই পথে পর্য🅺টকদের যেতে দেওয়া হচ্ছে না। ফলে সিল্ক রুটে ঘুরপথে যেতে হচ্ছে পর্যটকদের।