বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ঘটল দুর্ঘটনা। বরযাত্রী বোঝায় বাসের ছাদে চেপে বিয়ে বাড়ি থেকে ফিরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন ৩ জন। যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্♑কাজনক। আজ মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সারেঙ্গার ফুলবেড়িয়া রাস্তার দাঁড়কিনির কাܫছে। তড়িদাহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়ে🉐ছে, গতকাল রাইপুর ব্লকের ফুলকুশমার চামটাব♛াইদ এলাকা থেকে বেশ কিছু বরযাত্রী বাসে করে বিয়ে বাড়িতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় এলাকায়। সেখান থেকে আজ মঙ্গলবার তারা বাসে করে ফিরছিলেন। তবে বাসের ভিতরে সিট না মেলায় অনেকেই উঠে পড়েছিলেন বাসের ♏ছাদে। বাসটি সারেঙ্গা থেকে ফুলবেড়িয়ার দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎ বিদ্যুতের তার লেগে জখম হন তিন জন। একজন বাসের ছাদ থেকে পড়ে যান বলে জানা গিয়েছে। তিন জনের মধ্যে দুজনের চোট গুরুতর। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় সারেঙ্গা থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য প্রথমে নিয়ে যাওয়া হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তবে চোট গুরুতর হওয়ায় তাদের চিকিৎসার জন্য হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
শ্যামল বিশ্বাস নামে এক বরযাত্রী বলেন, ‘আমরা বরযাত্রী বোঝাই বাসের ছাদে চꦉেপে বাড়ি ফিরছিলাম। সেই সময় বাসের গতিবেগ বেশ ভালোই ছিল। রাস্তার উপর দিয়ে একটি বিদ্যুতের তার গিয়েছিল। তখনই বিদ্যুতের তারের সংস্পর্শে আসে তিনজন। তার মধ্যে একজন বিদ্যুতের তারে লেগে বাস থেকে ছিটকে পড়ে যান।’ বাস চালক বিদ্যুতের তার লক্ষ্য না করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান। যাত্রীদের চিৎকার চেঁচামেচিতে কিছুটা দূরে গিয়ে ব🌌াস থামিয়ে দেন চালক। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, খবর পেয়ে আহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন। তিনজনের মধ্যে একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও দুজনের চিকিৎসা এখনও চলছে।