পুজো দেখে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না। দশমীর রাতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩ যুবকের। এছাড়াও গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে রবিবার রাতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানি♓য়েছে, মৃত তিন জনের বাড়ি হল ইসলামপুর ও চোপড়া থানা এলাকায়। ঘটনায় তিনজনের পরিবার🎶ে শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন: পুজো দেখে বাড়ি ফেরা হল না, পিছওন থেকে সজোরে ধাক্কা বাসের, মৃত্যু মা-বাবা-মেয়ের
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইসলামপুর থানার রামগঞ্জ এলাকার তিন যুবক চোপড়া এলাকায় পুজো দেখতে গিয়েছিলেন। অন্যদিকে, চোপড়ার শীতলাগাঁও এলাকা থেকে তিন যুবক ইসলামপুরে পুজো দেখতে এসেছিলেন। দুটি বাইকে মোট ৬ জন আরোহী ছিল। সেই সময় পুজো দেখতে গিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ বাঁধে। তাতে গুরুতর ভাবে জখম হন ৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থা💜নার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও স্থানীয়রা। তারা তড়িঘড়ি জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান । সেখানে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। তবে বাকিদের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়েছে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
নিহতদের মধ্যে একজনের নাম প্রত্যুষ দাস (১৮)। তার দাদা জানান, ‘বাইকে করে আমার ভাই আরও দুজনের সঙ্গে ইসলামপুরে পুজো দেখতে আসছিল। বাড়িতে বলে এসেছিল। আমি 💙যেতে বলেছিলাম। কিছুক্ষণ পরে আমি ফোনে জানতে পারি একটা দু𝐆র্ঘটনা ঘটেছে। তখন সেখানে গিয়ে দেখি আমার ভাই সহ তিনজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তখন তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা আমার ভাইকে মৃত ঘোষণা করেন। ’
এক স্থানীয় বাসিন্দা জানান, এ ঘটনার মৃত আরো এক যুবকের নাম হল মিঠুন। তিনি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জের সুচায়ানি এলাকার বাসিন্দা। তিনি জানান, মিঠুনদের সঙ্গে তিনি যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু, যেহেতু তারা আগে থেকে তিনজন ছিলেন তাই বাইকে বসার জায়গা না থাকায় তিনি যাননি। এরপর তারা পুজো দেখতে বেরিয়ে পড়েন। তিনি জানান, মিঠুনের দোকান রয়েছে। পুজো উপলক্ষে এদিন দোকান বন্ধ রাখে। এরপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনার কথা জানতে পারেন পরিবারের সদস্যরা। এদিন তিনজন যুবকের মৃত্যুর ঘটনায় স্বাভাবিকভাবে শোকের ছায়া নেমেছে পর💮িবারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।