ভোররাতে পূর্ব মেদিনীপুরে ৪১ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এদের মধ্যে ৪ জনের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃতদের মধ্যে রয়েছেন তৃণমূলের খানাকুলের কিশোরপুর – ১ নম্বরের অঞ্চল সভাপতি দীপঙ্কর বর।পরিবার সূত্রে জানা গিয়েছে, খানাকুলের বাসিন্দা দীপঙ্কর বাবু বুধবার রাত ১১টা নাগাদ ৫ সঙ্গীকে নিয়ে একটি অলটো গাড়িতে করে দিঘার উদ্দেশ্যে রওনা দেন। গাড়ি চালাচ্ছিলেন দীপঙ্কর বাবুর নিজে। ভোর রাতে পূর্ব মেদিনীপুরের রামতারকের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কের ওপর একটি লরির পিছনে ধাক্কা মারে গাড়িটি। কুয়াশায় দৃশ্যমানতা কম হওয়ায় এই ঘটনা বলে মনে করছেন স্থানীয়রা।সংঘর্ষের অভিঘাতে লরির পিছনে গেঁথে যায় অলটো গাড়িটি। ওই অবস্থাতেই বেশ কিছুটা এগিয়ে যায় লরি। স্থানীয়রা দুর্ঘটনার শব্দ পেয়ে ছুটে আসেন। পৌঁছয় পুলিশ। একে একে ৬ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। চালক দীপঙ্করবাবু ছাড়াও মৃত্যু হয়েছে তাঁর সহযাত্রী দিলীপ সামন্ত, প্রসেনজিত্ দীগর ও রাজকুমার পণ্ডিতের। গুরুতর আহত শীতল মাঝি ও আশিস সাঙ্কিকে কলকাতায় স্থানান্তরিত করেছে পরিবার।