শনিবার শিয়ালদা লাইনে ৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হল। পূর্ব রেলের তরফে জানান🦩ো হয়েছে, শুক্রবার রাত ১১ টা ৩৫ মিনিট থেকে শনিবার সকাল ৭ টা ৩৫ মিনিট পর্যন্ত দমদম মেন লাইনে রক্ষণাবেক্ষণꦦের কাজ চলবে। ট্র্যাফিক ব্লক করা হবে। সেজন্য শনিবার শিয়ালদা ডিভিশনের ১২টি শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ৪৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
শিয়ালদা থেকে বাতিল লোকাল ট্রেনের তালিকা
১) শিয়ালদা-বনগাঁ লোকাল ট্রেন: আপ ৩৩৮১৩ এবং𒊎 ডাউন ৩৩৮১৪।
২) শি𒁏য়ালদা-হাবরা লোকাল ট্রেন: আপ ৩৩৬৫১, আপ ৩৩৬৫৩, ডাউন ৩৩৬৫২ এবং ডাউন ৩৩ಌ৬৫৪।
৩) হাওড়া-🦄হাসনাবাদ লোকাল ট্রেন: আপ ৩৩৫১১ এবং ডাউন ৩৩৫১২।
৪) শিয়ালদা-ডানকুনি লোকাল ট্রেন: আপ ৩২২১১, আপ ৩২২১৩, আপ ৩২২১৫, আপ ৩২২১৭, আপ ৩২২১৯, ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪, ডাউন ৩২২১৬, ডাউন ৩২২১৮ এবং ডাউন ৩২২ꦬ২০।
৫)𒅌 শিয়ালদা-দত্তপুকুর লোকাল ট্রেন: আপ ৩৩৬১৩, ডাউন ৩৩৬১২ এবং ডাউন ৩৩৬১৬।
৬) শিয়ဣালদা-শান্তিপ𒁃ুর লোকাল ট্রেন: আপ ৩৩৫১৩ এবং ডাউন ৩৩৫১৪।
৭) শিয়াল🌊দা-গেদে লোকাল ট্রেন: আপ ৩১৯১১ এবং ডাউন ♎৩১৯১৪।
৮) শিয়ালদা-কৃষ্ণনগর লোকাল টꦬ্রেন: আপ ৩১৮১৩, আপ ৩১৮১৫, ডাউন ৩১৮০২ এবং ডাউন ৩১৮১৪।
৯) শিয়াল꧙দা-ব্যারাকপুর লো🔯কাল ট্রেন: আপ ৩১২১৩ এবং ডাউন ৩১২১৪।
১০) শিয়ালদা-নৈহাটি-বজবজ লোকাল ট্রেন: আপ ৩১৪১১, ডাউন ৩৪০৫২, আপ ৩১০🥃৫১, ডাউন ৩১৪২২, আপ ৩১৪৭১ এবং ডাউন ৩১৪১৮।
১১) বজবজ-শিয়াꦉলদ𒅌া লোকাল ট্রেন: আপ ৩৪১১৭ এবং ডাউন ৩৪১১৮।
১২) শিয়ালদা-রানাঘাট লোকাল ট্রেন: আপ ৩১৬১১, আপ ৩১৬১৫, ডাউন ৩১৬১২ 🌺এবং ডা🌱উন ৩১৬১৪।
শনিবার কোন কোন এক্সপ্রেস ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে?
১) ১৩১৭৫☂ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রে🐟স: সকাল ৬ টা ৫০ মিনিটের পরিবর্তে সকাল ৭ টা ৩৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
২) ১৩১১৩ হাজারদুয়🐽ারি এক্সপ্রেস: সকাল ৬ টা ৫০ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। সেটা সকাল ♍৭ টা ৫০ মিনিটে ছাড়বে।
৩) ১৩১০৮ মৈত্রী এক্সপ্রেস: সকাল ৮ টা ৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে। যা স𒈔কাল ৭ টা ১০ মিনিটে ছাড়ার কথা ছিল।