বন্ধ হয়ে গেল ব্যারাকপুরের পাঁচটি চটকল। কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ব্যারাকপুর মহাকুমা এলাকায়। বন্ধ কারখানার সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন চটকল শ্রমিকরা। মঙ্গলবার চটকল খোলার দাবিতে জগদ্দলের একটি বন্ধ কারখানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কারখানা বন্ধ হওয়ার খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে রামব্রিজ পাসওয়ান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অবশ্য এই বিষয়ে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘ আজ বুধবার থেকে চালু হয়ে যাচ্ছে রিলায়েন্স চটকল। কয়েকটি চটকলের সমস্যা রয়েছে। তবে অনেকগুলো চটকল ইতিমধ্যে খুলে গিয়েছে। চলতি মাসেই বাকিগুলো খোলার চেষ্টা চালানো হচ্ছে।’চলতি বছরের শুরু থেকেই কাঁচা পাটের অভাবে বন্ধ হতে শুরু করেছিল একাধিক চটকল। অবশ্য শ্রমিক সংগঠনগুলো বক্তব্য, সেই সমস্যা এখন মিটেছে। কাঁচা পাটের অভাব নেই। অধিকাংশ চটকল চালু হয়ে গিয়েছে। শুধু বন্ধ হয়ে গিয়েছে ব্যারাকপুরের এই পাঁচটি চটকল। শ্রমিকদের দাবি, রিলায়েন্সের চটকল চালু হলেও কারখানাটি আংশিক সময়ের জন্য খোলা থাকছে। বকেয়া বেতনের পাশাপাশি বন্ধ কারখানা খোলার দাবিতে এদিন জগদ্দলে এআই চাঁপদানির সামনে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাদের অভিযোগ, দীর্ঘ ৯ মাস ধরে চটকলের সুতোকল বিভাগ বন্ধ রয়েছে।