ফের চাঁদার জুলুম বাজি! চাঁদা হিসেবে অতিরিক্ত দুধ না দেওয়ায় খাটাল মালিক এবং কর্মীদের মারধর করার অভিযোগ উঠল একটি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে তুমুল মারপিট বাঁধে। তাতে উভয় পক্ষের ৮ জনেরও বেশি আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের সলপ এলাকার তেঁতুলকুলিতে। সেখানকারএকটি ক্লাবের অন্নকূট উৎসব উ𝐆পলক্ষে ক্লাবের সদস্যরা চাঁদা হিসেবে পাকুড়িয়ার একটি খাটাল থেকে অতিরিক্ত দুধ চেয়েছিল বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: কলকাতা পুলিশের বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ, যা তু꧟ললেন তৃণমূল কংগ্রেস নেতা
কী ঘটেছিল?
জানা গিয়েছে, ক্লাবের অনুষ্ঠানকে ঘিরে সদস্যরা ওই খাটাল মালিকের কাছ থেকে প্রথমে একটি পাত্রে ২০ লিটার দুধ সংগ্রহ করেছিল। কিন্তু, পরে অতিরিক্ত দুধ খাটাল মালিকের কাছে চ🤡াইলে তা দিতে তিনি অস্বীকার করেন। তাতেই দুপক্ষের মধ্যে বচসা ও ম♈ারপিট বাঁধে বলে অভিযোগ। খাটালের মালিক ও কর্মীদের লাঠি এবং লোহার রোড মারধর করা হয়েছে। তাদের দুজন মাথায় গুরুতর চোট পেয়েছেন। দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খাটাল মালিকের অভিযোগ, অনুষ্ঠান উপলক্ষে ক্লাবটি তাদের কাছে বিনামূল্যে দুধ দাবি করেছিল। সেই দাবি মেনে প্রথমে ক্লাবের সদস্যদের ২০ লিটার দুধ দেওয়া হয়েছি🎀ল। কিন্তু, তাতেও তারা সন্তুষ্ট হননি। এরপর ক্লাবের সদস্যরা ফের তাদের কাছে অতিরিক্ত দুধ আনতে যান। এনিয়ে খাটাল মালিক ও কর্মীদের সঙ্গে ক্লাবের সদস্যের বচসা বাঁধে। শেষে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। তখন ক্লাবের সদস্যরা বাকিদের ফোন করে ডাকলে প্রায় ২০ থেকে ৩০ জন সদস্য হাতে লোহার রড, উইকেট, লাঠি নিয়ে খাটাল কর্মী এবং মালিকের উপর চড়াও হয় বলে অভিযোগ।
ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজনের আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ রয়েছেন। এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে তড়িঘড়ি পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। খাটালের মালিক সুশীল যাদব দাবি করেন, ক্লাবের সদস্যরা যখন এসেছিল তখন দুধ বাজারে চলে গিয়েছিল। তাও যেটুকু ছিল তার মধ্যে থেকেই ২০ লিটার দুধ দেওয়া হয়েছিল। তারপরও তারা আরও দুধ চাইছিল। তবে খাটাল মালিক তাতে আপত্তি জানাতেই এই মারপিটের ঘটনা ঘটে। এমনকী একটি বাচ্চা ছেলে বালতিতে দুধ নিয়ে বাড়ি যাওয়ার সময় তার দুধও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। এছাড়াও দুধ ফেলে দেওয়ার অভিযোগ তোলেন খাটাল মালিক। তবে অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। তাদের দাবি, খাটালের꧟ কর্মীরাই তাদের সদস্যদের মারধর করেছে। ৭-৮ জন সদস্য জখম হয়েছে। ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।