রাজ্যে𝄹 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। এবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক হোম গার্ডের। রাস্তার পাশে থাকা একটি খুঁটিতে হাত দেওয়া মাত্র তিনি ছিটকে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডা পুলিশ ফাঁড়ির ব𒊎াইরে। ওই হোমগার্ড কলাইকুন্ডা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এই ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। যে খুঁটিগুলি বসানো ছিল সেগুলি রেলের খুঁটি বলে জানা গিয়েছে ।
পুলিশ জানিয়েছে, ওই হোম গার্ডের নাম ষষ্ঠী রায়। তিনি গত ছয় মাস ধরে꧅ ওই পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন গতকাল ডিউটি সেরে বাড়ির বাইরে একটি চায়ের দোকানে চা খেতে খেতে ফোনে কথা বলছিলেন। সেই সময় রাস্তার পাশে থাকা খুটিতে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্প✃ৃষ্ট হয়ে যান ওই হোম গার্ড। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃতদেহ ময়নতদন্তের পর গতকালই পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অন্যদিকে, মুর্শিদাবাদে ফারাক্কার ২ যুবকও এদিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তারা ঝাড়খন্ডের বারহারোয়া গিয়েছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে। বারহারোয়া থানার পুলিশ দুই যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর খবর জানায়। মৃত দুই যুবকের নাম হল নাসরুল মোমিন (২৭) এবং কালু শেখ (২৩)। তারা ফারাক্কার তিলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে তা জানার চেষ্টা করছে প♎ুলিশ।