আজ, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে। রোল কল চলছিল দমদম সংশোধ⛄নাগারে। এখানেই বন্দি স্বপন সূত্রধর বদলি হয়ে🐲 এসেছেন। তাঁর নাম ডাকা হতেই এগিয়ে এলেন এক কারারক্ষী। পোশাকের ভিতর থেকে বের করলেন একটি কার্ড। স্বপনের হাতে তুলে দিলেন কার্ডটি। আর কার্ডটিতে হাতে আঁকা গোলাপ ফুল। গ্রিটিংস কার্ডের দু’পাতার ভাঁজে স্বপনের জন্য লেখা শুভেচ্ছাবার্তা। আর আজীবন একসঙ্গে থাকার অঙ্গীকারের কথাও লেখা।
তারপর ঠিক কী ঘটল? জেল সূত্রে খবর, ওই কার্ডের লাল রঙের গোলাপটি দেখে খুব আনন্দিত হলেন স্বপন। আর চোখে এল জলের স্রোত। চোখ ছলছল অবস্থায় ভ্যালেন্টাইন্স ডে’র আগের দিন একটা অন্য পরিবেশ তৈরি হল সংশোধনাগারে। আর তখনই স্বপনের মুখ থেকে সবাই শুনতে চাইল তাঁর প্রেমের গল্প। যে কাহিনী শুরু হয়েছিল দেড়বছর আগে। স্বপন সূত্রধর (২২) আর তাঁর প্রেমিকা শঙ্করী সাহা 🔴(১৯) থাকেন হাসনাবাদে। গ্রামেই স্বপনের স্টেশনারি জিনিসের ছোট ব্যবসা। শঙ্করী হাতের কাজ করেন। শৌখিন জিনিসপত্র বানান। এই দু’জনের প্রেম হয়।
তাহলে জেলে কেন স্বপন? এই প্রেম চলাকালীনই ব্যবসার জায়গায় একটি সমস্যায় নাম জড়ায় স্বপন সূত্রধরের। তারপর সম্প্রতি এই সমস্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা ♈হয় স্বপনকে। জেল হয় তাঁর। তারপর বসিরহাট জেলে ছিলেন তিনি। সেখানে গত সপ্তাহে শঙ্করী গিয়েছিলেন। দেখাও ক𝄹রেছিলেন। 🍸ভ্যালেন্টাইন্স ডে’তে আবার আসবেন বলে কথা দিয়েছিলেন। এই মাঝের সময়ে দমদম জেলে পাঠানো হয় স্বপনকে। যেটা শঙ্করী জানতে পারেননি। তাই প্রথমে বসিরহাট জেলে গিয়েছিলেন। সেখানে গিয়ে জানতে পারেন প্রেমিক বদলি হয়েছে দমদম সংশোধনাগারে।