শারীরশিক্ষা পরীক্ষার দিন ফুল প্যান্ট পরে স্কুলে যাওয়ায় এক ছাত্র আত্মহত্যার চেষ্টা করল। পরীক্ষা দিন হাফপ্যান্ট পরে যাওয়ার কথা থাকলেও ফুল প্যান্ট পরে স্কুলে গဣিয়েছিল ওই ছাত্র। তাই ফেল করার আশঙ্কায় বিষ খেয়ে আত্মহত্যা করা🧜র চেষ্টা করেছে সপ্তম শ্রেণির ওই ছাত্র। ঘটনাটি পূর্ব বর্ধমানের কাটোয়ার কোশিগ্রামের। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। বর্তমান সেখানেই চিকিৎসাধীন অবস্থায় হয়েছে সে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সপ্তম শ্রেণির ওই পড়ুয়ার নাম রামপ্রসাদ দাস। সে কাটোয়ার কৌশিকগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণির ছাত্র। গতকাল তার ক্লাসের শারীর শিক্ষা বিষয়♊ে পরীক্ষা ছিল। পরীক্ষার দিন সে ফুলপ্যান্ট পরে স্কুলে গিয়েছিল। তার সহপাঠীরা তাকে জানায়, হাফ প্যান্ট ছাড়া পরীক্ষা দেওয়া যাবে না। এরপরে আতঙ্ক স্কুল থেকে বাড়ি ফিরে আসে রামপ্রসাদ। বাড়িতে তার মাকে প্যান্ট খুঁজে দিতে বলে সে। 💃কিন্তু, তা না পাওয়ায় আবার স্কুলের দিকে চলে যায় ছাত্র। তবে সে দ্বিতীয়বার স্কুলে যায় যায়নি। স্কুলের পাশে একটি গাছের তলায় সে বসেছিল। সেখানেই তাকে বমি করতে দেখে সহপাঠীরা শিক্ষকদের বিষয়টি জানায়। এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্ত🅠ি করা হয়।
ছাত্রের এরকম কীর্তিতে হতবাক শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা। শুধুমাত্র🦹 পরীক্🐭ষা না দিতে পারার আশঙ্কায় যে সপ্তম শ্রেণির একজন ছাত্র এরকম কাণ্ড ঘটাতে পারে তা জানা ছিল না শিক্ষকদের। স্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, অন্যান্য ছাত্রদের কাছ থেকে খবর পেয়ে রামপ্রসাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছে রামপ্রসাদ। সে জানিয়েছে, হাফপ্যান্ট না পরে যায় না যাওয়ায় ফেল করার আশঙ্কায় সেরকম কাণ্ড ঘটিয়েছে।