রাজ্যে ফের চোর সন্দেহে পিটিয়ে খ🌌ুনের অভিযোগ। এবার তারকেশ্বরে গাড়ি চুরির অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল এলাকারই কয়েকজনের বিরুদ্ধে। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন - বাংলায় তৃণমূল শরিয়া আদালত চালাচ্ছে, চোপড়ার ঘটনায় দাবি BJP নেতা অমিত মালব্যে💖র
পড়তে থাকুন - স্🅷কুলের নবীনবরণে ছাত্রদের জয় শ্রী রাম বলতে বাধা দেওয়ার অভিযোগ TMC নেতা শꦯিক্ষকের বিরুদ্ধে
বিশ্বজিৎ মান্না (২৩) নামে ওই যুবকের পরিবারের তরফে জানানো হয়েছে। পেশায় গাড়িচালক ওই যুবককে রবিবার রাতে গাড়ি চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে ন🙈িয়ে যায় বিকাশ সামন্ত ও আরও কয়েকজন। বিশ্বজিৎ চুরি করেননি বলে পরিবারের লোকেরা অনেক অনুরোধ করলেও কানে তোলেনি দুষ্কৃতীরা। এর পর তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। রাত ২টো নাগাদ পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।ঘটনায় তারকেশ্বর থানার পুলিশ অভিযুক্ত বিকাশ সামন্ত ও তাঁর ছেলে দেবকান্তকে💟 আটক করেছে।
রাজ্যে পর পর গণপিটুনিতে মৃত্যুর ঘটনায় আশঙ্কা বাড়ছে। রবিবার সকালে চোর সন্দেহে গণপিটুনিতে ঝাড়গ্রামে ২৩ বছরের এক যুবকের মৃত্যু হয়। সৌরভ সাউ নামে ওই যুবককে গত ২২ জুন চোর সন্দেহে জামবনি থানা এলাকায় গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে জানা যায়, কোনও চুরির🃏 সঙ্গে যুক্ত নয় সে। গুরুতর আহত অবস্থায় যুবককে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে🥀 রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সৌরভের বন্ধু অক্ষয় মাহাতো।
আরও পড়ুন - উনি 'বুলডোজার ম🤪াতা' হয়ে উঠেছেন, কাকে একথা বললেন সুকান্ত মজুমদার?
রাজ্যে একের পর এক গণপিটুনির ঘটনা পুলিশের প্রতি অনাস্থার প্রকাশ করে মনে করছেন বিশেষজ্ঞরা। পুলিশে অভিযোগ জানালে সুরাহা মিলবে না ধরে নিয়েই আইন নিজেদের হাতে তুলে নিচ💮্ছেন সাধারণ মানুষ।