টাকা–পয়সা নিয়ে পুরনো বিবাদ ছিল যুবকদের মধ্যে। এই নিয়ে বেশ কয়েকবার বচসাও হয়েছে। আর তার জেরে ধারালো অস্ত্রের কোপে খুন করা হল এক যুবককে। আর এই খুনের সঙ্গে নাম জড়ালꦍ এলাকারই বেশ কয়েকজন যুবকের। গোটা ঘটনায় এলাকায় ভয়ের পরিবেশ তৈﷺরি হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির চাঁদপুর এলাকায় গিয়ে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
ঠিক কী ঘটেছে কুলতলিতে? স্থানীয় সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম সহদেব হালদার। তিনি কুলতলির চাঁদপুর এলাকার বাসিন্দা। সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন সহদেব। দোকানে কিছু কিনতে যাবেন বলেই বাড়িতে জানিয়েছিলেন তিনি। এই দোকানে ꦅযাওয়ার পথে কয়েকজন ঘিরে ধরে তাঁকে। তারপর ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় সহদেবকে। প্রাণ বাঁচাতে রাস্তার পাশে এক জলাশয়ে ঝাঁপ দেন সহদেব। তবে তাতেও নিজেকে বাঁচাতে পারেননি নিজেকে।
আর কী জানা যাচ্ছে? এদিকে সহদেবকে যখন কোপানো হচ্ছিল তখন আর্তনাদ করছিলেন। সেটা শুনে স্থানীয় বেশ কয়েকজন বাড়ি থജেকে বেরিয়ে রাস্তায় আসেন। কিন্তু রাতের অন্ধকারে সেভাবে কিছু দেখা যায়নি। পরে দেখতে পেয়ে সহদেবকে বাঁচানোর চেষ্টা করতে গেলে দুষꩵ্কৃতীরা পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে সব শেষ। ঘটনাস্থলেই মৃত্যু হয় সহদেবের।
পুলিশ কী তথ্য পেয়েছে? অন্যদিকে পুলিশ সূত্রে খবর, খুন করা হয়েছ▨ে বলে প্রাথমিক তদন্তে অনুমান। কুলতলি থানার পুলিশ সহদেবের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এমনকী কুলতলি থানায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। নিতাই, সঞ্জয় কয়াল নামে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরনো বিবাদের জেরেই খুন করা হয়েছে সহদেবকে। টাকা–কড়ি নিয়ে পুরনো বিবাদ ছিল বলে তদন্তে উঠে এসেছে। অভিযুক্তরা এখন এলাকা থেকে চম্পট দিয়েছে। তাদের খোঁজে চলছে তল্লাশি।