দুই দিন আগেই উত্তরবঙ্গের ময়নাগুড়িতে ভয়াবহ এক রেল দুর্ঘটনার সাক্ষী ছিল গোটা দেশ। সেই দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। আর এরই মধ্যে ফের একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত বাংলায়। এদিন সকালেই ডাউন দত্তপুকুর লোকাল দুর্ঘটনার কবলে পড়তে পারত বামনগাছি ও বারাসাত স্টেশনের মাঝামাঝি স্থানে। তবে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।জানা গিয়েছে, শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর লোকালটি আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ বামনগাছি ছেড়ে বারাসাতের দিকে এগোতে শুরু করার কিছুক্ষণ পরেই বিকট আওয়াজ করে আচমকা ব্রেক কষে। দেখা যায়, লাইনের ফিশপ্লেট ভাঙা। চালকের তত্পরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি।এদিকে ফিশপ্লেট ভাঙা থাকার খবর রেলের ঊর্ধ্বতন কর্তাদের কাছে পৌঁছাতেই এই লাইনে ট্রেন চলাচল বন্ধ করা হয়। প্রায় ৪০ মিনিট এই লাইনে ট্রেন চলাচল বন্ধ রেখে ফিশপ্লেট মেরামতির কাজ চলে। আদতে রেল লাইনের দুটি ইস্পাতে পাতকে জুড়ে রাখে এই ফিশপ্লেট। ফিশপ্লেট ভাঙা থাকলে তার উপর দিয়ে ট্রেন গেলে পুরো ট্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে বেলাইন হতে পারত বলে আশঙ্কা। এরপর ফের ট্রেন চলাচল শুরু হয়। যদিও এর জেরে শিয়ালদহ-বনগাঁ লাইনে ট্রেন কিছুটা দেরিতে চলে সকালের দিকে।