আগামী বছরের শুরু থেকেই উত্তর ২৪ পরগনার অশোকনগর সংলগ্ন দৌলতপুর থেকে বাণিজ্যিকভাবে প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলনের কা🍒জ শুরু হয়ে যেতে পারে। বাইগাছির পরে দৌলতপুর𒈔ে ওএনজিসির এই সাফল্যকে ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন সাধারণ মানুষ। এখানে নতুন করে কর্মসংস্থানেরও দিশা দেখছেন অনেকেই।
সূত্রের খবর ২০২০ সালের ২০ ডিসেম্বর প্রথম অশোকনগরে খনিজ তেল উৎপাদনের বিষয়টি সামনে আসে। এই দিনই বাইগাছি মৌজা থেকে প্রথম বাণিজ্যিকভাবে তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন শু𝕴রু করে ওএনজিসি। এরপর শুরু হয় নতুন করে অনুসন্ধান। আরও কোথাও কি এই ধরনের তেল পাওয়া যাবে? এবার দৌলতপুরেও সন্ধান মিলেছে তেল ও প্রাকৃতিক গ্যাসের। ১৫ বিঘা কৃষি জমি তিনবছরের জন্য় ইজারায় নিয়ে কূপ খনন করে সংস্থা।
সূত্রের খবর, ১ নম্বর কূপ থেকে ইতিমধ্যেই প্রায় ৪০০ টন অপরিশোধিত তেল𝕴 উত্তোলন করা হয়েছে। এদিকে রবিবার মাটির তলা থেকে নির্গত গ্যাসে আগুন লাগিয়েও পরীক্ষা করা হয়। এরপরই প্রাকৃতিক গ্যাসের ব্যাপাℱরে সবরকম নিশ্চিত হয়েছেন আধিকারিকরা। এদিকে এই এলাকায় তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হলে গোটা দেশ উপকৃত হবে। সেকারণে জমি জট কাটিয়ে প্রাকৃতিক গ্যাস ও তেল উৎপাদনের উপর জোর দেওয়া হচ্ছে। এলাকার জনপ্রতিনিধিরাও এই উদ্যোগে অত্যন্ত খুশি। এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির মোড় ঘুরে যেতে পারে বলেও মনে করছেন অনেকেই।