ট্রেনে প্রায়ই বৃহন্নলাদের উৎপাত দেখা যায়। দাবিমতো টাকা না দিলেই যাত্রীকে কটুক্তি এবং অশালীন ভাষায় গালিগালাজ করে থাকে বৃহন্নলারা। এনিয়ে বৃহন্নলাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবার দাবিমতো টাকা না পাওয়ায় দুই যাত্রীকে অশালীন ভাষায় গালিগালাজের পাশাপাশি মারধর করল একদল বৃহন্নলা। এমনই অভিযোগ উঠেছে শিয়ালদা-লক্ষীকান্তপুর আপ লোকালে। সুভাষ গ্রাম এবং সোনারপুর স্টেশনের মধ্যে ওই দুই যাত্রীকে কয়েকজন বৃহন্নলা মিলে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। এই ঘটনায় তারা গুরুতর জখম হয়েছেন। ইতিমধ্যেই সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন ওই যাত্রীদের পরিবার। আহত যাত্রীর নাম সুজন হালদার এবং তার দিদি স্নেহলতা হালদার। পুলিশ সূত্রে খবর, তারা কলকাতার কসবা এলাকার বাসিন্দা। পরিবারের চার সদস্য সোমবার সন্ধ্যায় লক্ষীকান্তপুরের করণজলির দিকে গিয়েছিলেন। এরপর সোমবার রাতেই তারা সেখান থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সোনারপুর এবং সুভাষ গ্রাম স্টেশনের মাঝে একদল বৃহান্নালা উঠে তাদের কাছে টাকা চাইতে থাকে। কিন্তু, ওই যুবক সরাসরি টাকা দিতে অস্বীকার করে দেয়। আর তাতেই ঘটে বিপত্তি। বৃহন্নলাদের রোষের মুখে পড়ে ওই যুবক। প্রথমে তারা ওই যুবককে অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করে। যুবক তার প্রতিবাদ করতেই বৃহন্নলার তার উপর চড়াও হয় এবং তাকে মারধর করে বলে অভিযোগ।ভাইকে মার খেতে দেখে বৃহন্নলাদের আটকাতে ঝাঁপিয়ে পড়েন দিদি। তখন তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরে সোমবার রাতেই সোনারপুর জিআরপিতে বৃহন্নলাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে ওই পরিবার। অন্যান্য যাত্রীদের অভিযোগ, ইদানীং ট্রেনে বৃহন্নলাদের উৎপাত বেড়ে চলেছে। অল্প টাকা দিলে তারা কিছুতেই নিতে চায় না, উল্টে অশালীন ভাষায় গালিগালাজ করে। এই ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।