রাজ্যের বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রয়েছে কেন্দ্রে। এরই মধ্যে কেন্দ্রের বিরুদ্ধে বাংলায় পর্যাপ্ত সার না পাঠানোর অভিযোগ উঠল। নভেম্বর–ডিসেম্বরে আলু চাষের জন্য প্রয়োজনীয় এনপিকে (১০:২৬:২৬) সার কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে পাঠায়নি বলে অভিযোগ উঠেছে। নবান্নের অভিযোগ, যে পরিমাণ সার পাঠানোর কথা তার তিনভাগের মাত্র এক ভাগ পাঠানো হয়েছে। ফলে বাকি সার না পাঠানো হলে রাজ্যের আলু চাষিরা সমস্যায় পড়বেন বলে ♕আশঙ্কা নবান্নের।
আরও পড়ুন: এ বছর মিলছে না আলুর দাম, চাষের খরচ ওঠা নিয়ে চিন্🐲তায় আলুচাষিরা
রাজ্যের কৃষি দফতরের অভিযোগ, অনুমোদন থাকা সার পাঠানো হচ্ছে না। এ নিয়ে চিন্তিত কৃষি দফতর। একইসঙ্গে সারের কালোবাজারি হওয়ার আশঙ্কাও তৈর🉐ি হচ্ছে।কৃষি দফতর সুত্রে জানা গিয়েছে, মাস খানেক আগে দিল্লিতে রাজ্যের কৃষি দফতরের আধিকারিকরা কেন্দ্রের অধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই বৈঠকে তাঁরা এ রাজ্যের আলুচাষিদের সার নিয়ে সমস্যার কথা তুলে ধরেছিলে൩ন। এরপর রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুজোর আগে ফের সারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন। কিন্তু, পুজো শেষ হয়ে যাওয়ার পরেও কেন্দ্রের তরফে এখনও সার পাঠানোর কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ।
কৃষি দফতর সূত্র জানা গিয়েছে, বর্তমানে রাজ্যে এনপিকে (১০:২৬:২৬) সার মজুত রয়েছে ৬৫ হাজার মেট্রিক টন। কিন্তু, এই সারে রাজ্যের আলু চাষিদের চাহিদা মেটানো সম্ভব হবে না। কারণ মজুত থাকা সার হল চাহি♔দার তিন ভাগের এক ভাগ মাত্র। এ বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কৃষিমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এবার সার না পাঠিয়ে রাজ্যের কৃষকদের ভাতে মারার পরিকল্পনা করছে মোদীর সরকার। তবে এটা হতে দেওয়া যাবে না বলে দাবি করেছেন মন্ত্রী। তিনি জানান, এর জন্য রাজ্য স🌸রকার সবকিছু করবে।