লোকসভা ভোটের দিনক্ষণ এগিয়ে আসতেই প্রচারও জোরদার করে দিয়েছেন সমস্ত দলের প্রার্থীরা। আর সেই 🃏প্রচারেই বাধা দেওয়ার অভিযোগ উঠল বিপক্ষ রাজনৈতিক দলের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি গলার চেন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুনঃ জগন্নাথ সরকারের উপরই আস্থা রাখল বিজেপি, রানাঘা✅টের প্রার্থী🧸 হয়েই পুজো দিলেন
জানা গিয়েছে, রবিবার নদিয়ার চাকদা 🍸বিধানসভার অন্তর্গত ১ নম্বর চাদরিয়া মালাপাড়া মোড়ে এক হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। সেখানেই আচমকা বিজেপি প্রার্থীর সমর্থকদের উপরে দুষ্🅷কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। বেশ কয়েকজন কর্মীকে মারধর করার পাশাপাশি ছিঁড়ে নেওয়া হয় গলার সোনার চেন। এছাড়াও বিজেপি কর্মীদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ জানিয়েছে বিজেপি।
দলের প্রার্থী জগন্নাথ সরকারের অভিযোগ, পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। তিনি জানান, অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হঠাৎই একদল দুষ্কৃতী দলের কর্মী সমর্থকদের উপরে চড়াও হয়। এছাড়াও গলা থেকে সোনার চেন ছিনতাই করার চেষ্টা করে দুষ💮্কৃতীরা। এই ঘটনায় চাকদা থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনওরকম পদক্ষেপ নেয়নি প্রশাসন। এই ঘটনার পিছনে প্রশাসনের মদত আছে বলেই অভিযোগ করছেন জগন্নাথ সরকার। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।
তবে এই অভিযোগ অস্বীকার কর⛄েছে তৃণমূল। পালটা জগন্নাথ সরকারের বিরুদ্ধেই অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের বক্তব্য, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে বিজপি সাংসদ নিজেই অশান্তি তৈরি করেছেন। শুধু তাই নয়, ৩ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে তাদের ধরে রেখে মারধর করার অভিযোগ তোলা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরবর্তীকালে অশান্তি আরও বাড়বে না তো! তাই নিয়ে প্রশ্ন অনেকের।