তিহাড় থেকে ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল। আর তিনি বীরভূমে ফেরার পর থেকেই এখন তৃণমূলের অন্দরে কান পাতলেই একটাই কথা শোনা যাচ্ছে, বীরভূমে তৃণমূলের রাশ কার হাত থাকবে?&n🍃bsp;
সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে এবা🌌র অনুব্রত ও মন্ত্রী চন্দ্রনাথ সিনহ🌞ার অনুগামীদের মধ্য়ে কার্যালয় দখলকে ঘিরে লড়াই তুঙ্গে।
আসলে বোলপুরে টিএমসির যে অফিসটি রয়েছে সেটা চন্ꦍদ্রনাথ সিনহার অফিস বলেই পরিচিত। এতদিন অনুব্রত যখন জেলে ছিলেন তখܫন সেখানে চন্দ্রনাথেরই আধিপত্য ছিল। এদিকে সেই অফিসই এবার দখলে নেওয়ার চেষ্টা কেষ্ট অনুগামীদের বিরুদ্ধে।
এদিকে গোটা ঘটনায় তৃণমূলের অন্দরে অস্বস্তি চরমে। প্রসঙ্গত অনুব্রত যখন জেল থেকে ফিরে বীরভূমে এসেছিলেন তখন একাধিক তৃণমূল নেতা, জনপ্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু দরজা থেকে ফিরতে হয়েছিল অনেককেই। সেদিনই বোঝা গিয়েছিল জেলে থাকলেও জেলার খবর সব যেত কেষ্ট মণ্ডলের কাছে।
এদিকে এবার চন্দ্রনাথের কার্যালয়ের দখলের চেষ্টাকে কেন্দ্র করে দলের অন্দরের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। তবে গোটা বিষয়টিকে একেবারে এখনই মিটে যাবে এমনটা নয়। এমনই মনে করছেন অনেকেই। কার্যত কার ক্ষমতা বেশি তা নিয়েই শুরু হয়েছে নয়া লড়াই। সেই লড়াইয়ের কেন্দ্র বিন্দুতে এখন যুযুধান দুই 💃নেতা। তবে তাঁদের প্রতিক্রিয় মেলেনি।