বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার গাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল বাম যুব সংগঠনের বিরুদ্ধে। জানা গিয়েছে, চাকদায় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিꦗলেন রাহুল সিনহা। বিজেপির অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছে ডিওয়াইএফআই। চাকদায় সাংসদ জগন্নাথ সরকারের গাড়িও আটকানো হয় বলে অভিযোগ গেরুয়া শিবিরের। এদিকে বামেদের পালটা অভিযোগ, প্রথম হাতাহাতি শুরু করেন বিজেপি কর্মীরাই। উল্লেখ্য, বিধানসভায় শূন্য হলেও বঙ্গ রাজনীতিতে বামেদের প্রাসঙ্গিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যুব ব্রিগেডের সদস্যরা।
ঘটনা প্রসঙ্গে ডিওয়াইএফআই-এর অভিযোগ, প্রথম হাতাহাতি শুরু করে বিজেপি কর্মীরা। তাঁদের কর্মীদের মারধরও করা হয়েছে বলে অভিযোগ করে বামে💦রা। জানা গিয়েছে, কররুণাময়ীর ঘটনার বিরোধিতায় ডিওয়াইএফআই-এর একটি বিক্ষোভ কর্মসূচি চলছিল চাকদায়। সেখানেই নাকি ঢউকে পড়েছিল রাহুল সিনহা এবং জগন্নাথ সরকারের গাড়ি। তখন আটকে পড়ে গাড়ি। এরপরই দুই পক্ষের ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়।
বিজেপির অভিযোগ, দুই পক্ষের কর্মীদের হাতাহাতির মাঝেই আচমকা রাহুল সিনহার গাড়ির ওপর হামলা চালায় বামেরা। ঘটনার খবর পেয়ে সে𒉰খানে ছুটে যায় চাকদা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে দুই প💧ক্ষের সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। এদিকে গাড়িতে হামলার প্রসঙ্গে রাহুল সিনহা বলেন, ‘চাকদায় যেখানে আমাদের বিজয়া সম্মিলনী ছিল সেখানে আমি আসছি শুনে তৃণমূল কংগ্রেস, তাদের দোসর সিপিএমকে দিয়ে ওখানে পথ অবরোধ করে। আমার গাড়ি পৌঁছনো মাত্র একটি ছেলে লাঠি দিয়ে মেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়।’