বিগত বেশ কয়েক বছর ধরে বাংলায় পরপর দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে। বিভিন্ন ক্ষেত্রে মামলার পর মামলা হয়েছে হাই কোর্টে। তদন্তে নেমেছে সিবিআই থেকে ইডির মতো কেন্দ্রীয় সংস্থা। এই সব মামলায় জড়িত থাকার অভিযোগে শাসকদলের বেশ কয়েকজন নেতাকে জেলেও যেতে হয়েছে। আর এই সবের মাঝে এবার আরও একটি ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠে এল। উল্লেখ্য, রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় একাধিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ ফাঁকা পড়েছিল দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট স্কুলের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষকদের ভারপ্রপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করে কাজ চালানো হচ্ছিল। এবার সম্প্রতি স্কুলে স্কুলে প্রধান শিক্ষ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে সেই এই ক্ষেত্রে এবার অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। (আরও পড়ুন: 'প্রস্তাব দিয়েছিলা🎉ম ২০০৬-এ…', ইসরোর ব্ল্যাকহোল অভিযানের অন্যতম 'মাথা' এই বাঙালি)