কাঁচরাপাড়ার ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদনগরের খেলার মাঠ। দীর্ঘদিন ধরেই সেই মাঠে খেলার আয়োজন করা হয়। সেই মাঠেই রয়েছে নেতাজির মূর্তি। চারপাশে সবুজ রেলিং দিয়ে ঘেরা। এই মাঠে এলাকায় ছেলে মেয়েরা খেলাধুলো করে। অনেকে প্রাতঃভ্রমণ করার জন্যও এই মাঠে আসেন। এদিকে আচমকাই সোমবার সকালে উঠে বাসিন্দারা দেখেন নেতাজির মূর্তিটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মূর্তিটির মাথার অংশটি বেদির উপর রাখা রয়েছে। বাকি অংশেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে রক্ষার জন্য যে মহাপুরুষ আত্মত্যাগ করলেন, আসমুদ্র হিমাচল আজও যাঁর নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করে, সেই মহামানবের মূর্তি ভাঙার দুঃসাহস দেখাল কে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। কাঁচরাপাড়ার ১০ নম্বর ওয়ার্ড সংলগ্ন বিনোদনগরের খেলার মাঠ। দীর্ঘদিন ধরেই সেই মাঠে খেলার আয়োজন করা হয়। সেই মাঠেই রয়েছে নেতাজির মূর্তি। চারপাশে সবুজ রেলিং দিয়ে ঘেরা। এই মাঠে এলাকায় ছেলে মেয়েরা খেলাধুলো করে। অনেকে প্রাতঃভ্রমণ করার জন্যও এই মাঠে আসেন। এদিকে আচমকাই সোমবার সকালে উঠে বাসিন্দারা দেখেন নেতাজির মূর্তিটি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মূর্তিটির মাথার অংশটি বেদির উপর রাখা রয়েছে। বাকি অংশেও ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠতে শুরু করে পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে রক্ষার জন্য যে মহাপুরুষ আত্মত্যাগ করলেন, আসমুদ্র হিমাচল আজও যাঁর নাম শুনলে শ্রদ্ধায় মাথা নত করে, সেই মহামানবের মূর্তি ভাঙার দুঃসাহস দেখাল কে? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার জেরে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। |#+|স্থানীয় বাসিন্দা আশা বিশ্বাস বলেন, এই মাঠে নেতাজির মূর্তি স্থাপন করা হয়েছিল। মাঠে স্থানীয় ছেলে মেয়েরা খেলাধুলা করে। এদিন সকালে আমরা দেখি নেতাজির মূর্তিটি ভাঙা অবস্থায় রয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যে এত বড় ঘৃণ্য কাজ করেছে তার বিচার চাই। পুলিশ, প্রশাসন এসে দেখে গিয়েছে। কিন্তু নেতাজির অপমান আমরা সহ্য করব না। অপর এক ব্যক্তি বলেন, অত্যন্ত অন্য়ায় কাজ হয়েছে। আমরা চরম শাস্তি চাইছি।