বছর শেষের আগে অবাক করা কাণ্ড বাগডোগরা বিমানবন্দরে। সূত্রের খবর, সোমবার প্রায় ২০ কেজি ৭০০ গ্রাম গাঁজা নিয়ে বি༺মানবন্দরে হাজির হয়েছিলেন ২ যাত্রী। এদিন ব্যাগটি স্ক্যান করার সময়ই বোঝা যায় তার ভেতর মাদক দ্রব্য রয়েছে। এরপর ব্যাগ খুলতেই দেখা যায় তাতে থরে থরে গাঁজা সাজানো রয়েছে। তবে ওই দুই যাত্রী এই গাঁজা কেন নিয়ে যাওয়া হচ্ছিল তা নিয়ে যুক্তিসংগত কোনও কারণ দেখাতে পারেনি। এরপরই তাদের দুজনকে বিমানবন্দর ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সূত্রের খ𝓰বর, অনন্ত গ্রোভার নামে এক ব্যক্তিকে আটক করা হয়। ৩৮ বছর বয়সী ওই ব্য়ক্তির বাড়ি নিউ দিল্লিতে। তার কথায় একাধিক অসংগতি ধরা পড়েছে। অপর এক মহিলা যাত্রীকেও আটক করা হয়েছে। তার বয়স ২৭ বছর। তার নাম অ্যাকমিনসায়া চাইসংক্রম। তার বাড়ি ব্যাংককে বলে দাবি করা হয়েছে।
এদিকে বিমানবন্দরে ধরা পড়ার পরে তারা জানায় ওষুধ তৈরির জন্য তারা গাঁজ�🅷�া নিয়ে যাচ্ছিল। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনও কাগজপত্র তারা দেখাতে পারেনি। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, এই বিপুল গাঁজা তারা কোচবিহার থেকে সংগ্রহ করেছিল। এরপর তা বিমানে চাপিয়ে দিল্লি নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর তখনই ধরা পড়ে যায় গাঁজা ভর্তি ব্যাগ।
এদিকে কোচবিহারে গাঁজা বিক্রির নানা অভিযোগ মাঝেমধ্যেই ওঠে। এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য গাঁজা পাচারচক্র জড়িত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। আর কারা এই চক্রের সঙ্গে যুক্ত সেটাও জানার চেষ্টা করা হবে। তবে ব🥀িমানে চাপিয়ে এভাবে বিপুল গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা যথেষ্ট তাৎপ𝐆র্যপূর্ণ। তবে কোচবিহার থেকে বাগডোগরা পর্যন্ত রাস্তায় কেন এই গাঁজা নিয়ে আসার ঘটনা ধরা পড়ল না তা নিয়েও প্রশ্ন উঠছে।