গজরাজের হামলায় মৃত্যু হল এক মহিলার। ৬২টি হাতির একটি দল জেলার নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। বন দফতর তাদেরকে ঠেকাতে পারছে না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে একদল হাতি বাঁকুড়ার জঙ্গল থেকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রবেশ করেছে বলে খবর। এমনকী পশ্চিম মেদিনীপুরেও হাতির তাণ্ডব দেখা গিয়েছে। রবিবার সেই হাতির হানায় মৃত্যু হল এক মহিলার।ঠিক কী ঘটেছে সেখানে? স্থানীয় সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানার চাঁদড়া এলাকায় এই ঘটনা ঘটেছে। আজ, রবিবার সকালে জঙ্গলে কাঠ জোগাড় করতে গিয়েছিলেন ওই মহিলা। তখন প্রায় ১০টি হাতির একটি দল চলে আসে। এই দেখে ভয় পেয়ে যান তিনি। আর ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা বিফলে গিয়েছে। ততক্ষণে হাতি তাঁকে শুঁড়ে তুলে নিয়ে আছাড় মারে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ওই মহিলার। কী জানাচ্ছে বন দফতর? বন দফতর সূত্রে খবর, এনায়েতপুরের দিক থেকে ১০টি হাতির একটি দল চাঁদড়া এলাকায় ঢুকেছে। সেই হাতির হানাতেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। মৃত মহিলার নাম রায়মণি কিস্কু (৫৫)। বাড়ি ডুমুরকোটা এলাকাতেই। সকালে জঙ্গলে গিয়েছিলেন মহুল কুড়াতে। তখনই হাতির আক্রমণে মৃত্যু হয় ওই মহিলার।এখন কী করা হচ্ছে? সূত্রের খবর, তিন–চারটি জেলায় হাতির তাণ্ডব বাড়তে শুরু করেছে। তার উপর ৬২টি হাতি মিলিয়ে একটি দল নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। বড়জোড়া ও বেলিয়াতোড় এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একদল হাতি। বন দফতর এই হাতির দলটিকে একত্রিত করার চেষ্টা চালাচ্ছে। তার মধ্যেই হাতির দল দামোদর নদী পেরিয়ে দুর্গাপুরে ঢুকে পড়েছে।