পিঠে রয়েছে স্কুল ব্যাগ, হাতে রয়েছে থলি। দেখে মনে হবে, কোনও স্কুল ছাত্র যাচ্ছে। একজন স্কুলছাত্রের ব্যাগে বই, খাতা, পেন থাকাটাই স্বাভাবিক। কিন্তু ওই যুবকের ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ব্যাগে বই, খাতার আড়ালে রয়েছে ৭০ লিটার মদ। এরকমভাবে অভিনব কায়দায় বেশ কিছুদিন ধরেই চলছিল মাদক পাচার। শেষে🅠 পুলিশের জালে ধরা পড়ল অভিযোগ। ৭০ লিটার মদ-সহ ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ধরেই ওই যুবক ব্যাগ নিয়ে যাতায়াত করছিল। প্রথমে তাকে পড়ুয়া বলেই মনে হয়েছিল। কিন্তু তার ব্যাগ ভারী হাওয়🐈া দেখেই পুলিশের সন্দেহ হয়, সোমবার সন্ধ্যায় খণ্ডঘোষ থানা এলাকার বেরুগ্রাম থেকে খাঁটিয়া মোড়ের দিকে ওই যুবক যাওয়ার সময় তাকে আটকে তল্লাশি চালায় পুলিশ। আর তাতেই তার ব্যাগ থেকে বেরিয়ে আসে ৭০ লিটার চোলাই মদ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বাপন রুইদাস। তার বাড়ি বাঁকুড়ার পাত্রসায়র থানা এলাকায়।
মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হলে তার পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িয়ে র𝓰য়েছে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। পুলিশের এই যুক্তিতেই ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি কোথায় এত পরিমাণ মদ পাচারের উদ্দেশ্য ছিল তাও জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কোনও চক্র জড়িয়ে থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তা জানার চেষ্টা করছে পুলিশ।