খুব একটা সহজ ছিল না রণবীর ও ঋষি কাপুরের মধ্যেকার সম্পর্ক। অন্তত পরিবার ও অভিনেতার একাধিক সাক্ষাৎ✱কারে সে কথা উঠে এসেছে একাধিকবার। ‘মুফট’ হিসেবে পরিচত ঋষি যে কাওকে বলে দিতেন অপ্রিয় সত্যি। এমনকী, তিনি নিজের ছেলেকেও বলেছিলেন যে, ফ্লপ করবে সাওয়ারিয়া।&n▨bsp;
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রণবীর তাঁর বাবা ঋষির ব্যাপারে এই তথ্যগুলি আনলেন সামনে। তাঁকে বলতে শোনা গেল, সঞ্জয় লীলা বনশালির সাওয়ারিয়া খুব একটা পছন্দ ছিল না বাবার। ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of India)-এর মঞ্চ থেকে রণবীর ভাগ করে নেন, তাঁর করা কাজের 🎐সবচেয়ে বড় সমালোচক ছিলেন ঋষিই। যেমন তিনিজানালেন, মুক্তির একদিন আগে বরফি দেখেছিলেন বর্ষীয়ান অভিনেতা। আর তা দেখে ছেলে সম্পর্কে বলেছিলেন, রণবীর ভালো অভিনেতা, তবে তাঁর আর্ট ফিল্মে কাজ করা উচিত নয়।
রণবীর আরও ভাগ করে নেন যে, তাঁর বাবার তীক্ষ্ণ দৃষ্টি ছিল সবকিছুতে। কারজাতে প্রথম ছবি সাওয়ারিয়া যখন শ্যুট করছেন তিনি, তখন সেটে এসেছিলেন ঋষি খোদ। কেন একটা বুদ্ধ রা𒉰খা, এতগুলো জানল কেন, সকালের পরিবর্তে কেন রাতে শ্যুট করা হচ্ছে, এমন অনেক প্রশ্নও করেছিলেন তিনি। আর রণবীর বাবার ওল্ড স্কুল চিন্তাভাবনা মনে করে বলেছিলেন, বর্তমানে সিনেমা নির্মাণে অনেক বদল এসেছে।
সেই সময় গাড়িতে উঠেই ঋষি নাকি নীতুকে জানিয়ে দেন যে, সিনেমাটি চলবে না। আর সেটাই অবশ্য হয়েছিল। বক্স অফিসে নিজস্ব জায়গা করে নিতে ব্যর্থ হয় সাওয়ারিয়া। বরং সেই একই দিনে মুক্তি ✨পাওয়া ওম শান্তি ওম বাজিমাত করে বক্স অফিসে। আসলে ঋষি বিশ্বাস করতেন, দর্শকদের কিছু পরিচিত সেটিংস রয়েছে। সিনেমা বানানোর সময়, সেগুলোর থেকে বিচ্ছিন্ন করলে তা গ্রহনযোগ্যতা হারায়। রণবীর তখন তার বাবার কথাকে পুরোপুরি উপলব্ধি করতে পারেনি, সে এখন তাদের গুরুত্ব বুঝতে পেরেছে।