আনিস খান কাণ্ডে রাজ্য সরকার স্বীকার করে নিয়েছে আই🍨ন মেনে সেদিন অভিযান হয়নি। এর সঙ্গেই আনিস খানের বাবা সালেম খান এই ঘটনার প্রত্যক্ষদর্শী নন বলেও রাজ্যের তরফে দাবি করা হয়েছে। কিন্তু আদালতের এই রায়ের জেরে কী বꦗলছেন সালেম খান?
সালেম খান এদিন সংবাদমাধ্যমের সামনে সাফ জানিয়ে দেন, ‘পুলিশই আমার ছেল⭕েকে খুন করেছে। পুলিশ কোনওদিন আসেনি। সেদিনই এল। একজন পুলিশ সেদিন আমার বুকে বন্দুক ঠেকিয়েছিল। বাকি তিনজন তিনতলার উপরে উঠে গিয়ে মারধর করে উপর থেকে ফেলে দিল।সেই ফেলার শব্দ পেয়ে আমি দেখলাম, আমার আনিস। আমি তাকে জড়িয়ে ধরে আমার বড় ছেলেকে ডাকলাম।’
কিন্তু ধস্তাধস্তি হলে বাকিরা কেন আওয়াজ পেলেন না? সালেম খান বলেন,'ধস্তাধস্তি হচ্ছিল তিনতলায়। আর ওরা ছিল দোতলায়। আমি ছিলাম তিনতলায়। কিন্তু এখন যে অবস্থানটা দেখছি ছাদ দিয়ে উঠেও আসতে পারা যায়।হয়তো আগে ওরা উঠে মারধর করেছে। না হলে যাওয়ার সময় বলে যাচ্ছে, স্যার পালিয়ে আসুন। আমাদের কাজ সাকস🐲েসফুল হয়েছে।'
পলিগ্রাফ টেস্ট করাতে কেন রাজি নন সালেম খান? তিনি বলেন, ‘আগেও রাজি হইনি। এখনও রাজি নই। আমার ছেলেকে যেভাবꦑে মারধর করে ফেলে দিয়ে গিয়েছে সেটা বার বার বলেছি। এখনও বলছি। আমি ছেলের বাবা। আসামী তো নই। আমি আদালতের তত্ত্ববধানে সিবিআই তদন্ত চাইছি। আমার ছেলেকে মার্ডার করে চলে গেল, এটা ভুল? রাজ্য় সরকার ভুল করল আর আমাকে মেনে নিতে হবে?’