দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনায়। এটিএমের ভল্ট ভাঙতে না পেরে পুরো এটিএম 👍মেশিনটাই চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। যা দেখে তাজ্জব এলাকাবাসী থেকে শুরু করে পুলিশ সকলেই। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার বেয়াড়া বাজারে। সেখানে একটি বেসরকারি ব্যাংকের এটিএম মেশিন চুরি করে দুষ্কৃতীরা। যদিও সেই এটিএম মেশিনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
জানা গিয়েছে, ওই এটিএমে রাতে কোনও নিরাপত্তা রক্ষী ছিল না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা এটিএমে টাকা তুল♊তে গিয়ে দেখতে পান স🍎েখানে কোনও এটিএম মেশিন নেই। তা ভাঙচুর করা হয়েছে। এরপরে খবর যায় পুলিশে। ঘটনায় তদন্ত নেমে পুলিশ বেয়াড়া বাজার থেকে ৪-৫ কিলোমিটার দূরে বনগাঁ থানার অন্তর্গত দুর্গাপুর মোড় থেকে চুরি করা এটিএম মেশিন উদ🌱্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এটিএমে কোনও নিরাপত্তার রক্ষী না থাকলেও সিভিক ভলেন্টিয়াররা রাতের বেলায় ওই এলাকা পাহারা দিয়ে থাকেন। গতকাল রাতেও সিভিক ভলেন্টিয়াররা পা𒁃হারা দিচ্ছিলেন। ভোর হওয়ায় তারা বাড়ি ফিরে এসেছিলেন। তারপরেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের।