জামিনে জেলমুক্তির পর তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরা নিয়ে তৃণমূলের উচ্ছ্বাসকে কটাক্ষ বিরোধীদের। একযোগে তৃণমূলের উৎসাহকে দুর্নীতি ও ভীতির রাজনীতির উজ্জাপন বলে দাবি করল বাম ও বিজেপি। তবে তাতে⛎ তৃণমূল কর্মীদের উৎসাহে ভাটা পড়েনি। বোলপুরে নিচুপট্টির বাড়িতে অনুব্রতকে নিয়ে উৎসবে মেতেছেন তাঁরা।
আরও পড়ুন - ‘পুজো কমিটিগুলিকে কম করে ১০ লক্ষ টাকা দিন’, অনুদান মামলায় রাজ🌠্যকಌে বিচারপতি
পড়তে থাকুন - বোলপুরে ফিরলেন অনুব্রত, বললেন দিদির জন্য ౠআমি আছি, বরাবর থাকব
এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্⛄তী বলেন, ‘মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৃণমূলের থ্রেট কালচারের একজন প্রতিনিধি হলেন অনুব্রত মণ্ডল। এরাজ্যের থ্রেট কালচার স্পষ্ট হয়ে যায় অনুব্রতর চোখ, মু💧খ, কথাবার্তার ভাষায়।’
বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ‘বিচারপ্রক্রিয়ায় জামিন তো কেউ পেতেই পারেন। এর আগেও অনেকে জামিন পেয়েছেন। অনেকে🔜 জেলে আছেন। তবে ওনার সব সম্পত্তি চলে গিয়েছ⛎ে। আমাদের দেশে বিচার শেষ হতে সময় লাগে। তাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই।’
গরুপাচারকাণ্ডে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পান অনুব্রত মণ্ডল। স🅠োমবার সন্ধ্যায় দিল্লির তিহাড় জেল থেকে ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে মুক্তি পান গরুপাচারকাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা। এর পর বিমানে কাকভোরে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা। বিমানবন্দর থেকে গাড়িতে বোলপুর পৌঁছন অনুব্রত। বিশাল কনভয় করে তাঁকে কলকাতা থেকে বোলপুর নিয়ে যায় পুলিশ।
আরও পড়ুন - 'বাঁধ কেটে গ্রামে জল ঢুক💞িয়েছে TMC, বাঁধ মেরামতির ৪০ কোটি হজম করেছে তার🦹া'
ওদিকে মঙ্গলবার সকাল থেকেই বোলপুরে অনুব্রতর নিচুপট্টির বাড়ির সামনে ভিড় করতে থাকেন অনুগামীরা। অনুব্রত সেখানে পৌঁছতেই স্লোগান দিতে শুরু করেন তাঁরা। মেতে ওঠেন আবির খেলায়। বাদ্যযন্ত্র নিয়ে শুরু হয় উৎসব। ঘরে ঢুকে নিজের ফেলে য💫াওয়া চেয়ারে অনুব্রত বসতেই ওঠে জিন্দাবাদ ধ্বনী।