হাসপাতাল🧸 থেকে সুস্থ হয়ে অবশেষে বাড়ি ফিরল মহেশতলায় ৯ তলার ছাদ থেকে পড়ে যাওয়া শিশু অন্বেষা ঘোষ। প্রায় দু’মাস পর বাড়ি ফিরল অন্বেষা। এর ফলে স্বাভাবি🦂কভাবেই খুশি পরিবারের সদস্যরা। সেই সঙ্গে খুশি ওই আবাসনের সদস্যরাও। তবে বাড়ি ফিরলেও ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না অন্বেষা।
দুর্ঘটনাটি ঘটেছিল গত ১ ডিসেম্বর। মহেশতলায় ওই আবাসনে📖 একটি ফ্ল্যাট কি﷽নেছিলেন অন্বেষার বাবা গৌতম ঘোষ। ওইদিন ফ্ল্যাটে গৃহেপ্রবেশ ছিল। সেই সময় লুকোচুরি খেলতে গিয়ে ৯ তলার ফায়ার এক্সিট থেকে গ্রাউন্ড ফ্লোরে পড়ে যায় অন্বেষা। ঘটনায় তাকে তড়িঘড়ি মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কলকা🍬তার একটি হাসপাতালে নিয়ꦆে যাওয়া হয়। সেখানে হয় তার অস্ত্রোপচার। প্রায় ২২ দিন ধরে কোমায় ছিল অন্বেষা।
প্রথমে অন্বেষার চিকিৎসার খরচ বহন করেন আবাসন কর্তৃপক্ষ। পরে চিকিৎসার দায়িত্বভার নেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিকবার অন্বেষার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন সাংসদ। দীর্ঘ চিকিৎসা পর অবশেষে অন্বেষার জ্ঞান ফিরতেই সে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে। অবশেষে দুমাস চিকিৎসা চলার পর অন্বেষা সুস্থ হলেই ♈তাকে ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এখন উঠে দাঁড়াতে পারছে অন্বেষা। তবে ঠিকমতো হাঁটাচলা করতে পারছে না। এখন বাড🔜়িতেই তার চিকিৎসা চালানো হবে। সেই সঙ্গে তাকে বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।