একেবারে দু কোটি টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার এক ব্যক্তি। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের বড় সাফল্য। ধৃত ব্য়ক্তির নাম আব্দুল রউফ ইসলাম। ধৃত ব্যক্তির বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। মাঝবয়সী ওই ব্যক্তির কাছ থেকে পুলিশ বাজেয়াপ্ত করেছে ২ কোটি টাকার মাদক।শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের বাগডোগরা পানিঘাটা মোড় এলাকায় নজরদারি শুরু করেছিল স্পেশাল অপারেশন গ্রুপ। বাগডোগরা থানার পুলিশও তাদের সঙ্গে ছিল। ওই জায়গায় মাদক নিয়ে এক ব্যক্তি আসতে পারে বলে খবর ছিল পুলিশের কাছে। এরপরই অভিযানে নামে পুলিশ। ওই ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৮৫০ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে পুলিশ।একেবারে অতি সাধারণ কালো রঙের একটি প্লাস্টিকের প্যাকেটে মোড়া ছিল এই ব্রাউন সুগার। 🌠খবর পুলিশ সূত্রে।
পুলি💙শ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মাদকের মূল্য প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা। এনডিপিএস ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তিকে। এদিকে এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা পুলিশ খতিয়ে দেখছে। মাদকের প্যাকেট কার কাছে হাতবদল করার ছক ছিল তা পুলিশ খতিয়ে দেখছে। সেই সঙ্গেই কোথা থেকে মাদক নিয়ে আসা হচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে।