মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধে তরোয়ালের লড়াইয়ের কথা লেখা আছে। কিন্তু বাস্তবেও যে এমন ঘটনা ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। শিল্পাঞ্চল শহরে তোলপাড় কাণ্ড ঘটে যায় রবিবার ছুটির দিনে। একটা জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অনেকদিন ধরেই মতবিরোধ ছিল। কিন্তু রবিবাসরীয় সকালে সেই মতবিরোধ যুদ্ধের আকার ধারণ করল। এই দুই প্রতিবেশীর মধ্যে চলল তরোয়ালের লড়াই বল🌼ে অভিযোগ। এমনকী চলল গুলি। তাতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হল আসানসোল শিল্পাঞ্চলের কুলটি থানার ব🗹রাকরের মনোবেড়িয়ায়। এই ঘটনায় দু’জন আহত হয়েছেন। তাঁদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা পর্যন্ত হয়েছে।
এই যুদ্ধ এমন পর্যায়ে পৌঁছয় যে, বাড়ি থেকে তরোয়াল বের করে নিয়ে আসেন দুই বাড়ির সদস্যরা। গুলি ছোড়ারও অভিযোগ উঠেছে। এই যুদ্ধে জখম হন দু’পক্ষের অন্তত তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ𒐪। স্থানীয় সূত্রে খবর, কুলটির মনোবেড়িয়া এলꦡাকায় দুই আনসারি পরিবার বসবাস করেন। তাঁদের দুই বাড়ির মাঝে একটা ‘কমন’ জায়গা আছে। যার দাবি নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি বহুদিনের। ঝগড়া ঝামেলায় সেই কথা উঠে আসে। এতদিন স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি থেমে থাকত। এবার আর তা থামল না। রবিবার সকালে একেবারে তরোয়াল নিয়ে নেমে পড়লেন দু’পক্ষ।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডের ঘটনা ঠেকাতে বড় পদক্ষেপ করল দমকল, ফায়ার অডিট আবশ্যিক করা হচ্ছে
আজ, রবিবার ওই জমি নিয়ে বিবাদ চরমে ওঠে। প্রথমে কথা কাটাকাটি দিয়ে শুরু হলেও তা হাতাহাতিতে মুহূর্তে পৌঁছে যায়। তখনই একপক্ষ তরোয়াল তুলে তেড়ে আসে অপরপক্ষকে। পাল্টা অপরপক্ষও বের করে তরোয়াল। ওই অশান্তির মধ্যে পড়েন দুই পরিবারের মহিলারাও। তাতে আরও সরগরম হয়ে ওঠে এলাকা। আর তা দেখতে রাস্তার দু’দিকে পথচলতি মানুষ দাঁড়🐻িয়ে পড়েন। প্রকাশ্যে অস্ত্র হাতে একপক্ষ হুমকি দেয়, আজ তোর পৃথিবীতে শেষ দিন। অপরপক্ষের হুঁশিয়ারি, আজকের সন্ধ্যার চাঁদ তুই আর দ🐬েখতে পাবি না। তার মধ্যেই এক বাড়ি থেকে গুলিও চলে বলে অভিযোগ। শূন্যে গুলি চালানো হয় বলে অভিযোগ।
প্রকাশ্যে এমন অস্ত্রের ঝনঝনানি দেখে চোখ কপালে ওঠে স্থানীয় বাসিন্দাদের। কেউ সাহস করে সামনে যেতে পারছেন না। অশান্তি থামানোর চেষ্টাও কেউ করতে সাহস দেখাননি। অস্ত্র এবং গুলিচালনার ঘটনায় ভয়ে আতঙ্কে পালিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তখন স্থানীয় বাসিন্দাদের মধ্যে একজন পুলিশে ফোন করে খবর দেয়। কুলটি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে ডিসিপি (পশ্চিম) সন্দীপ কররা বলেন, ‘গোলমালের খবর পেয়ে ঘটনাস্থ🤡লে পুলিশ যায়𝔍। গুলি চলার ঘটনা তদন্তসাপেক্ষ। দু’জনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।’