🐼 দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ব্যাগ ভর্তি সবজি কিনতে গিয়ে খেতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিটি সবজির মূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে ৫০০ টাকাতেও ব্যাগ ভর্তি সবজি পাওয়া মুশকিল। আর সেই জায়গায় এক টাকাতেই দরিদ্র এবং দুঃস্থ মানুষদের দেওয়া হল ব্যাগ ভর্তি সবজি! অবিশ্বাস হলেও সত্যি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় এমনই উদ্যোগ নিল নবোদ্যম নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জগদ্দলের আর্থিকভাবে পিছিয়ে পড়া দুঃস্থ মানুষদের এক টাকার বিনিময়ে তুলে দেওয়া হল ব্যাগ ভর্তি সবজি।
♔এই সবজির তালিকায় ছিল আলু, পটল, পেঁয়াজ, আদা, রসুন, বেগুন, উচ্ছে, ঝিঙে, পুঁইশাক থেকে শুরু করে আরও অনেক কিছু। ꦇআনাজ বিলি অনুষ্ঠানে হাজির ছিলেন জগদ্দল থানার আইসি প্রদীপ কুমার দাঁ। স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কাঁকিনাড়ার বাসিন্দারা। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এদিন কাঁকিনাড়ার অসংখ্য মানুষকে সেখানে গিয়ে এক টাকার বিনিময়ে ব্যাগ ভর্তি সবজি সংগ্রহ করতে দেখা যায়।
ꦅএই উদ্যোগ প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আবীর সাহা জানান, ‘বর্তমানে কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বহু মানুষের আর্থিক অবস্থা স্বাভাবিক ছন্দে ফেরেনি। বিশেষ করে দরিদ্র মানুষের আর্থিক অবস্থা এখনও খারাপ রয়েছে। তার ওপর এ বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আমাদের তরফে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নবোদ্যম স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছরই দুঃস্থ মানুষদের জন্য কাজ করে থাকে। সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করাই আমাদের নেশা।’ এই প্রসঙ্গে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থাকেও সাধারণ মানুষের জন্য কাজ করার বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘সবাই যদি মানুষের জন্য কাজ করি তবেই সমাজ এগিয়ে যাবে।’