বাঁকুড়ার তালডাংরা বিধানসভার সিমলাপালের মাচাতোড়ায় দিদির দূত হয়ে গিয়ে তৃণমূলের গোষ্𒁏ঠীকোন্দলের 🦂মুখে পড়লেন তৃণমূলের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাদের দাবি, পুরনো তৃণমূল কর্মীরা দলে গুরুত্ব পাচ্ছেন না। এমনকী পরিস্থিতির পরিবর্তন না হলে তৃণমূল ছাড়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
এদিন মাচাতোড়ার তালডিহা, জিরাবাইদ, বাঁদাগালඣ গ্রামে দিদির দূত হিসাবে গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন জয়প্রকাশবাবু। জিরাবাইদ গ্রামে ঢুকতেই জয়প্রকাশবাবুর সামনেই শুরু হয়ে যায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ। একদল মানুষ নিজেদের পুরনো কর্মী বলে দাবি করে অভিযোগ করেন, দলে তাদের কোনও গুরুত্ব নেই। দল করতে গিয়ে বারবার লাঞ্ছনার শিকার হতে হচ্ছে তাঁদের। একথা জানিয়ে এক তৃণমূলকর্মী বলেন, আগে আমরা মাচাতোড়া অঞ্চলে ১২-০ করেছিলাম কিন্তু অঞ্চল নেতৃত্বে রদবদল না ঘটলে এবারে উল্টো পথে হাঁটব। পুরনো কর্ꦬমীদের দলে জায়গা দিতে হবে বলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।
এদিন জেলার সোনামুখিতে বিজেপির কর্মসূচিতে হাজির ছিলেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়⛦। তিনি বলেন, জয়প্রকাশবাবু তৃণমূলের লাথি খেয়ে তৃণমূলেই যোগদান করেছেন। ওনার নিজের সম্মান নেই উনি আবার অন্যকে কী ভাবে সম্মান পাওয়ার ব্যবস্থা করবেন?