এবার লাইনচ্যু🐲ত বর্ধমান বোকারো প্যাসেঞ্জার ট্রেন। আসানসোল স্টেশনের কাছেই ট্রেনের একটা কামরা লাইনচ্যুত হয়ে যায়। তবে ওয়াকিবহাল মহলের মতে, বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। অল্পের জন্য রেহাই পেয়েছে। এরপর নতুন করে ট্রে✱ন চালু হতে ঘণ্টা দেড়েক সময় লেগে যায়। রেল সূত্রে খবর হতাহতের কোনও খবর নেই। কীভাবে এই ঘটনাটি হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে গোটা ঘটনার জেরে যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। এদিকে কয়েক মাস আগেই ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও ফিকে হয়ে যায়নি। তার মধ্যেই ফের এই কাণ্ড। তবে রেল সূত্রে খবর, রেললাইনে কোথাও কোনও ক্ষয়ক্ষতির বিষয়টি বোঝা যায়নি। তবে কোনওভাবে ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এদিকে দুটি চাকা রেললাইন থেকে নেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তবে বাসিন্দাদের একাংশের মতে বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত। কী কারণে এই বিপত্তি হল সেটা দেখা অত্যন্ত দরকার।
তবে দুর্ঘটনার খবর পৌঁছতেই রেলের আধি🐠কারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা দ্রুত পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন। এদ﷽িকে দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচলেও কিছ⛄ুটা বিঘ্ন ঘটে।