লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারে হেরেছে তৃণমূল। আর তার ১০ দিনের মাথায় শিলিগুড়ি - জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে আলিপুরদুয়ারের তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীকে সরিয়ে দিল নবান্ন। আপাতত ওই পদের দায়িত্ব দেওয়া হয়েছে দার্জিলꦉিংয়ের জেলাশাসককে। তবে নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে তৈরি হয়েছে কিছু বিভ্রান্তি।
আরও পড়ুন - তিলক কেটে আসতে বারণ ছাত্রীকে, তীব্র♔ বিক্ষোভ𓄧ের মুখে সুর নরম মুর্শিদাবাদের স্কুলের
পড়তে থাকুন - বিধানসভার অফিসের কম্পিউটারে চলছে গেম, দিলীপ ঘ🍎োষের ‘অভিযান’এ ধ♑রা পড়ল হাতে নাতে
শুক্রবার বিকেলে নবান্ন থেকে জারি বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘SJDAর চেয়ারম্যানের পদ সামলাবেন দার্জিলিংয়ের জেলাশাসক।’ কিন্তু সেখানে সৌরভ চক্রবর্তীকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার কোনও কথা💟 নেই। এর পরই বিভ্রান্তি ছড়ায় প্রশাসনিক মহলে। সৌরভবাবু জানান, তাঁর কাছে কোনও পদ থেকে অপসারণের কোনও খবর নেই। শুক্রবারই দার্জিলিং সফর শেষ𓂃 করে কলকাতায় ফিরেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তার পরই এই পদক্ষেপের কারণ নিয়ে বিভিন্ন মহলে নানা রকম মত উঠে আসছে।
২০২৩ সালের ২৮ এপ্রিল নাটকীয়ভাবে সৌরভবাবুকে সরিয়ে গৌতম দেবকে SJDAর চেয়ারম্যান পদে বসানো হয়। সেদিনই আরেক বিজ্ঞপ্তিতে গৌতম দেবকে সরিয়ে ওই পদে ফেরানো হয় সৌরভকে। লোকসভা ভোটে হারের পর ফের একবার তাঁকে𝓰 পদ থেকে সরিয়ে দিল নবান্ন। দায়িত্ব দেওয়া হল জেলাশাসককে। সূত্রের খবর, ওই পদে বসানো হতে পারে দার্জিলিং কেন্দ্রে পরাজিত তৃণমূল প্রার্থী গোপাল লামাকে।
আরও পড়ুন - প্রভ꧙াবশালী বিধায়ককে দামি গাড়ি উপহার দিয়েছিল শাহজাহান💎, আদালতে জানাল ED
এই ঘটনায় তৃণমূলের বিরু𒅌দ্ধে সরকারি পদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহারের অভিযোগ তুলেছে বিরোধীরা। বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, ‘উন্নয়নের লক্ষ্যে নয়, SJDAকে রাজনৈতিক ফয়দা🅷 তুলতে ব্যবহার করছে তৃণমূল। তাই বছর বছর চেয়ারম্যান বদল করছে তারা। এতে শিলিগুড়ি - জলপাইগুড়ি এলাকার মানুষ তো বটেই সামগ্রিকভাবে বঞ্চিত হচ্ছে গোটা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ অন্য মাটি। এভাবে সুবিধা করতে পারবে না তৃণমূল। তাদের অন্য রাস্তা ভাবতে হবে।’