‘আসি যাই মাইনে পাই’ সরকারি কর্মচারীদের একথা বলে কটাক্ষ করে থাকেন অনেকে। এই প্রবাদ যে একেবারে মিথ্যে নয় তা টের পাওয়া গেল বিজেপি নেতা দিলীপℱ ঘোষের বিধানসভা সফরে। শুক্রবার দুপুরে বিধানসভার কর্মীদের সঙ্গে দেখা করতে পশ্চিমবঙ্গ বিধানসভা ভবনে যান দিলীপবাবু। সেখানে দেখা যায় বিধানসভার একটি কম্পিউটারে চলছে সলিটায়ার।
আরও পড়ুন - প্রাথমিক দুর্নীতির ৩০ কোটি টাকা ঢুকেছে প্রভাবশালীর কোম্পানিতে, আদালতকে জানা🧸ল CBI
পড়তে থাকুন - ‘সন্দে🎃൩শখালির কালি মুছতে….’ ছবি পোস্ট করে তৃণমূলকে পালটা আক্রমণ মালব্যর
শুক্রবার দুপুরে দিলীপবাবু বিধানসভার দফতরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান কর্মী🍃রা। দফতরের একটি ঘরে বসতে দেন তাঁকে। দিলীপবাবুর পিছন পিছন বিধানসভার দফতরে ঢুকে পড়েন সাংবাদিকরাও। তখনই দেখা যায় বিধানসভার একটি কম্পিউটারে চলছে গেম। যদিও সেদিকে প্রথমে নজর পড়েনি কারও। কয়েক মিনিট পর এক কর্মী গিয়ে গেমটি মিনিমাইজ় করে দেন।
বিধানসভার কর্মীদের বেতন রাজ্য সরকার দিলেও তারা স্পিকারের নিয়ন্ত্রণাধীন। তাদের বিরুদ্ধে প꧟দক্ষেপ করতে গেলেও স্পিকারের অনুমতি নিতে হয়। এহেন কর্মীদের কর্মসংস্কৃতি রক্ষায় কি আরও সচেতন হওয়া দরকারি নয়? এদিনের ঘটনায় উঠছে প্♒রশ্ন।
আরও পড়ুন - ফ্যাসিবাদের চরম, রাজভবনে ঢুকতে বাধা পেয়ে বললেন শুভেꦏন্দু, ඣস্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের
২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত পꦑশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন দিলীপবাবু। তার পর সাংসদ নির্বাচিত হন তিনি। বিধানসভার কর্মীদের সঙ্গে এদিন কুশল বিনিময় করেন দিলীপবাবু। বলেন নিছক ൩সৌজন্য সাক্ষাতে এসেছেন তিনি।