করোনা আক্রান্তদের জন্য হাসপাতালের বেড খুঁজছেন? আবেদন করুন অনলাইনে
1 মিনিটে পড়ুন Updated: 29 Apr 2021, 03:27 PM ISTকীভাবে আবেদন করবেন, দেখে নিন।
২) স💯্ক্রিনের ডানদিকে 'E-SERVICES'-এর ম🍃ধ্যে 'Check Bed Availability'-তে ক্লিক করুন।
৩) নয়া পেজ খুলে যাবে।
৪) 'Select District꧙' অপশনের পাশের ‘Drop Down Box’ থেকে জেলা বেছে নিন।
৫) তিন ধরনের হাসপাতাল আছে - সরকারি হাসপাতাল (Government Hospital), সরকার নির্ধারিত হাসপাতাল (Govt. Requisitioned Pvt꧒. Hospital) এবং বেসরকারি হাসপাতাল (Private Hospital)। যে কোনও একটি অপশন বেছে নিন।
৬) কোন হাসপাতালে কত শয্যা বা বেড আছে, তা বোঝানোর জন্য তিনটি রঙের ব্যবহার🐈 করা হয়েছে।
৭) নিজের জেলা ꩵবেছে নেওয়ার পর হাসপাতালের নাম, নম্বর দেখাবে। মোট বেড সংখ্যা, কত বেড ভরতি আছে, তাও দেখা🦩বে।
৮) তারপর ‘Fill Online Form for Ad🃏mission’-এ ক্লি𝓰ক করুন।
৯) নয়া একটি পেজ খুলে যাবে।
১০) করোনাভাইরাসের টেস্টের সময় যেꦺ মোবাইন নম্বর ব্য✱বহার করেছেন, সেই মোবাইল দিন (Enter the mobile number used for COVID test)। তাতে ‘Send OTP’ করুন।