শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয়। স্থানীয়ভাবে আখনা গার্লস স্কুল বলেও পরিচিত। ১৮৭৯ সালে স্থাপিত হয়েছিল এই বিদ্যালয়। সেই স্কুলই এবার রাজ্যের সেরা বিদ্যালয়ের স্বীকৃতি পাচ্ছে। একেবারে সার্বিক সাফল্যের নিরিখে এই স্কুলকে সেরা স্কুলের তকমা দেওয়া হচ্ছে। রবিবার শিক্ষক দিবসে প্রশাসনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে এই শিরোপা তুলে দেওয়া হবে। তবে নারী শিক্ষার প্রসারে এই বিদ্যালয়ের বরাবরই নাম রয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা আইভি সরকার বলেন, 'করোনা পর্বে স্কুল বন্ধ থাকায় পড়াশোনা অনেকাংশে অনলাইনের উপর নির্ভরশীল। প্রযুক্তির সাহায্যে ছাত্রীদের পড়ানোর ব্যাপারে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। সেরা বিদ্যালয়ের পুরষ্কার পাব, এজন্য গর্ব অনুভব করছি। সকলে মিলে বিদ্যালয়ের উৎকর্ষতা বজায় রাখার চেষ্টা করব। ' প্রশাসন সূত্রে খবর, রাজ্যের মোট ১১টি স্কুলকে এবার এই পুরষ্কার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষকে জেলা প্রশাসনিক দফতরে ডাকা হয়েছে। সেখানেই ভিডিও কনফারেন্সে অংশ নেবেন তাঁরা। কারণ এবার কেন্দ্রীয়ভাবে কোনও অনুষ্ঠান হচ্ছে না। পড়াশোনা, পরীক্ষার ফলাফল, শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে অনুপাত, শ্রেণিকক্ষের পরিস্থিতি, ল্যাবরেটরি সহ সার্বিক ব্যবস্থার উপর নির্ভর করে এই পুরষ্কার দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও এদিনের অনুষ্ঠানে বক্তব্য পেশের কথা রয়েছে। জেলা প্রশাসনের দফতরে হাজির থাকবে স্কুল কর্তৃপক্ষ।