বগটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনে মূল অভিযুক্ত নিউটন শেখকে𒈔 আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে বীরভূমের মাড়গ্রাম থানার বিষ্ণুপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বগটুই কাণ্ডের পর থেকে পলাতক ছিল নিউটন শেখ। তার হদিশ না পেয়ে সিবিআইཧ হুলিয়া জারি করে। আজ তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে।
২০২২ সালের ২১ মার্চ সন্ধ্যায় রামপুরহাটে বগটুই মোড়ে খুন হন ভাদু শেখ। মোটরসাইকেলে করে এসে বোমা ছুড়ে গুলি করে ভাদুকে খুন করে ৩ জন দুষ্কৃতী। এ🌄দের মধ্যে প্রধান ছিল নিউটন🃏 শেখ। ওই ঘটনার পর ওই রাতেই বগটুই গণহত্যা সংঘটিত হয়। যাতে প্রাণ যায় ১১ জনের।
ঘটনার সিবিআই তদন্তের দাবিতে আদালতে মামলা হয়। ওই ঘটনায় ভাদু শেখ খুনসহ গোটা গণহত্যাܫর তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। তবে তার পরও গ্রেফতার হননি নিউটন শেখ। ওই ঘটনার ঠিক ১ বছর ২ মাসের মাথায় গ🀅্রেফতার হলেন তিনি।
তৃণমূলি উপপ্রধান ভাদুর পরিবারের দাবি, ব্যবসার টাকার বাটোয়ারা নিয়ে বিবাদের জেরে খুন হয়েছেন তিনি। তবে শুধুই কি তা🐟ই, না কি এই খুনের পিছনে রয়েছে আরও কোনও কারণ, তা জানতে চান তদন্তকারীরা।