পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে 🦋খোঁজ পাওয়া গেল অস্ত্র কারখানার। বুধবার সারা রাতের তল্লাশিতে ভাঙড়ের কাশীপুর থানা এলাকা থেকে উদ্ধার হল বিপুল আগ্নেয়াস্ত্র ও বোমা। যা সাজিয়ে রাখতে থানার সামনে ৩টে টেবিল পাততে হয়। এই ঘটনায় নজরুল মোল্লা ও শামসুদ্দিন রহমান নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সম্পর্কে বাপ – ব্যাটা।
গোপন সূত্রে খবর ✱পেয়ে বুধবার রাতে তল্লাশি শুরু করে কাশীপুর থানার পুলিশ। নাটাপুকুর এলাকায় নজরুল মেল্লার বাড়ি পৌঁছে তারা দেখে বাপ – ব্যাটা মিলে বোমা বানাচ্ছে। হাতেনাতে তাদের পাকড়াও করেন গোয়েন্দারা। বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে ১টি একনলা বন্দুক, ১টি কার্তুজ, ৫টি সকেট বোমা ও ১৫ কিলোগ্রাম বোমা বানানোর মশলা।
যাবতীয় সামগ্রী উদ্ধার করে থানায় এনে নিয়ম মেনে সাংবাদিক বৈঠক করতে বসেন ওসি। সামন💖ে সাজিয়ে রাখেন উদ্ধার হওয়া সামগ্রী।ও দেখা যায় যে পরিমাণ সামগ্রী উদ্ধার হয়েছে তা সাজাতে পাততে হয় ৩টি টেবিল।
ধৃতদের বৃহস্পতিবার সকালে বারুইপুর আদালতে চালান করেছে কাশীপুর থানা। তাদের হেফাজতে নিয়ে কারা এই কারবারে যুক্ত তা জানার 💖চেষ্টা করবে পুলিশ। এই সব বোমা ও অস্ত্র কাদের কাছে বিক্রি করা হত তাও জানার চেষ্টা চলছে।
প🐓ঞ্চায়েত ভোটের মুখে ভাঙড়ে ফের বিপুল পরিমাণ অস্ত্রকর ও বোমা উদ্ধারে এলাকার আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। প্রশ্ন উঠছে, তবে কি আরও একটা রক্তক্ষয়ী পঞ্চায়েত নির্বাচন দেখার অ🌳পেক্ষায় রয়েছে পশ্চিমবঙ্গ?