ভাঙড়ের কাঁঠালিয়ায় ভোট গণনা পরবর্তী হিংসায় অভিযোগের তির তৃণমূলের দিকে। মঙ্গলবার রাতে ওই সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত ৩ জনের। সেই ঘটনায় এবার ISF-এর দিকে পালটা অভিযোগের আঙুল তুললেন তৃণমূল নেতা সওকত মোল্লা। বললেন, যে আসনকে কেন্দ্র করে অশান্তি সেখানে পুনর্গণনা হোক। তৃণমূলের জয়ের ব্যবধান ১ কমলে ভাঙড় - ক্যানিং থেকে তৃণমূলের সমস্ত জয়ী প্রার্থীরা পদত্যাগ করবেন।এদিন ভাঙড়ে জয়ী প্রার্থীদের সঙ্গে বৈঠক করেন সওকত মোল্লা ও আরাবুল ইসলাম। এর পর সওকত মোল্লা বলেন, ‘আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা যে নারকীয় তাণ্ডব চালাল, বোমা-বন্দুক, গ্রেনেড থেকে শুরু করে সব কিছু তাদের কাছে ছিল। একজন অ্যাডিশনার এসপি গুলিবিদ্ধ হলেন। তাঁর নিরাপত্তারক্ষীও গুলিবিদ্ধ হল’।সওকতের চ্যালেঞ্জ, ‘এই ৮৩ নম্বর জেলা পরিষদের পুনর্গণনা রাজ্য নির্বাচন কমিশন, রাজভবন, শুভেন্দু অধিকারীর বাড়ি বা নওসাদ সিদ্দিকির বাড়িতে হোক। যদি ৩০৭ ভোটের থেকে ১টা ভোট পুনর্গণনায় কমে যায় তাহলে আমরা কথা দিচ্ছি, ভাঙড় - ক্যানিংয়ে সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে তৃণমূলের প্রতিনিধি যারা আছে তারা পদত্যাগ করে দেবে’। সঙ্গে দলীয় কর্মীদের প্রতি সওকতের আবেদন, আপনারা কেউ বাড়ি ছাড়বেন না। আপনারা বাড়িতেই থাকুন, পুলিশ – প্রশাসন আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।মঙ্গলবার রাতে ভাঙড়ের কাঁটালিয়া স্কুলে গণনা শেষে ব্যাপক সংঘর্ষ হয়। ISF-এর অভিযোগ জেলা পরিষদের ৮৩ নম্বর আসনে তাঁদের প্রার্থী জানাহানারা বেগম জিতলেও কারচুপি করে তৃণমূল ফল বদলে দিয়েছে। ওই রাতে যুদ্ধক্ষেত্রে পরিণত হয় কাঁঠালিয়া স্কুল চত্বর। গোলা গুলিতে প্রাণ যায় ৩ জনের। এদের মধ্যে ২ জন ISF কর্মী ও ১ জন নিরীহ সাধারণ যুবক।